শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ফলমূল

পেঁপে

পেঁপে

পেঁপেতে দুধের মতো সাদা এক ধরনের উপাদান থাকে, যাকে ল্যাটেক্স বলা হয়। এতে অনেক ধরনের রাসায়নিক উপাদান মিশ্রিত থাকে। নাইজেরিয়া ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেন, কাঁচা এবং পাকা উভয় প্রকার পেঁপের উপাদানে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল ইতিবাচক প্রভাব। এ প্রসঙ্গে জানা যায়, লন্ডনের কিডনি স্থানাস্তর করা একজন রোগীর অপারেশন করার পর ইনফেকশন দেখা দেয়। ওই ইনফেকশন দূর করার জন্য সব ধরনের আধুনিক ওষুধ ব্যর্থ হয়। তখন অনেক চিন্তা-ভাবনার পর ক্ষতের ওপর পেঁপের নির্যাসের প্রলেপ দেওয়া হয়। এ ক্ষেত্রে অভাবনীয় ফল পাওয়া যায়। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ক্ষত অনেকাংশে কমে যায়। এ ঘটনা থেকেই প্রতীয়মান হয় পেঁপের নির্যাস ইনফেকশন দূর করতে পারে।

-ডা. আলমগীর মতি

 

 

সর্বশেষ খবর