দেশের ২৩ শতাংশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন হয় না ৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। ৮৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার নেই। ৪৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় না। ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ৭০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কাউটিংয়ের সুযোগ থেকে বঞ্চিত। গত ডিসেম্বরে গণসাক্ষরতা অভিযানের প্রাথমিক শিক্ষাসংক্রান্ত প্রকাশিত এডুকেশন ওয়াচ রিপোর্ট ২০১৫ শীর্ষক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা বৈসাদৃশ্যগুলো নতুনভাবে প্রাসঙ্গিকতা পেয়েছে গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর। এ হামলার সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংশ্লিষ্টতার কারণে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেশের ইতিহাস জানানো, তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চায় যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা। শিক্ষাবিদরা মনে করেন প্রাথমিক শিক্ষা শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সৃষ্টির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হওয়া উচিত। সেখান থেকেই শিশুরা যাতে দেশ ও সমাজ সম্পর্কে জানতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। শিশুদের সুকুমারবৃত্তি চর্চারও প্রাথমিক পর্যায় এটি। অথচ প্রাথমিক শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে দেশে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। দেশপ্রেমে উদ্বুদ্ধ না হওয়া এবং সংস্কৃতি চর্চার অভাবে তারা বিপথে হাঁটছে। শিশুদের এক বড় অংশ পরগাছা হিসেবে বেড়ে উঠছে। সন্ত্রাস ও জঙ্গিবাদসহ তরুণ সমাজে বিদ্যমান অপরাধ প্রবণতা ঠেকাতে স্কুল শিক্ষার্থীদের মূল্যবোধে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশু শিক্ষার্থীদের মানবতামূলক বক্তৃতা শোনানোর উদ্যোগ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে স্কুল অ্যাসেমব্লিতে জাতীয় সংগীতের পর শিক্ষকরা ১০ মিনিট করে বাচ্চাদের দেশপ্রেম ও সদাচারণ শিক্ষা দেবেন। এ বিষয়ে নির্দেশনা দেওয়াও হয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংগীত গাওয়ার বিধান ছিল প্রথম থেকেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধীদের দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া কার্যত নিষিদ্ধ করা হয়। ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুসৃত হয় এই অশুভ প্রবণতা। দেশের ভবিষ্যৎ কর্ণধারদের দেশপ্রেম জাগ্রত করা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ প্রশংসার দাবিদার।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে