একদিকে ফেরি সংকট অন্যদিকে ফেরিঘাট পন্টুুন সমস্যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। নদীর উভয় পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। ঈদুল আজহার প্রাক্কালে যানবাহন পারাপারে ভোগান্তি সৃষ্টি হওয়ায় জনমনে উৎকণ্ঠারও সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে নদীভাঙনে দুটি এমনিতেই বন্ধ। দুই ও চার নম্বর ঘাট চালু থাকলেও দুই নম্বর ঘাটে তীব্র স্রোতের কারণে দু-একটি বড় ফেরি ছাড়া অন্য কোনো ফেরি ভিড়তে পারছে না। চার নম্বর ঘাট পূর্ণাঙ্গভাবে চালু থাকলেও বাড়তি চাপে ঘাট এলাকায় ফেরি জট লেগে আছে। এ ঘাটেরও অ্যাপ্রোচ সড়কের অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গভাবে চালু থাকা এ ঘাটটিও বন্ধ হয়ে যেতে পারে। ঘাট সমস্যার কারণে উভয়পাড়ে গত মঙ্গলবার বিকাল ৩টা নাগাদ প্রায় দেড় হাজার যানবাহন আটকে পড়ে। এর মধ্যে তিন শতাধিক যাত্রীবাহী কোচ রয়েছে। নদী পার হতে এসব কোচকে ফেরির জন্য ১২ থেকে ১৪ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। আটকে থাকা পণ্যবাহী যানবাহনগুলোর মধ্যে পিয়াজ, সবজিসহ কোরবানির গরুবোঝাই শতাধিক ট্রাকও রয়েছে। অন্যদিকে পাটুরিয়া ঘাট এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ পাঁচ শতাধিক পণ্যবাহী ও দেড় শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দীর্ঘদিন ধরে এক নম্বর ঘাটটি ভাঙনের কারণে বন্ধ। দুই নম্বর ঘাটের দুটি র্যামের মধ্যে একটি বন্ধ। তিন নম্বর ঘাটটি বার বার ভাঙনের শিকার হচ্ছে। সবেধন নীলমনি চার নম্বর ফেরি ঘাটটি চালু থাকলেও এ ঘাটের অ্যাপ্রোচ রোড ভাঙনের শিকার হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপারে আরও বেশি সমস্যার সম্মুখীন হবে। পদ্মা নদীতে আগস্টে এমনিতেই স্রোত বেশি থাকে। এ বছর স্রোতের পাশাপাশি নদীভাঙনের থাবা সব কিছু তছনছ করে দিচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেকাংশে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচলের ওপর নির্ভরশীল। ঈদের প্রাক্কালে যানবাহন পারাপারে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তির সৃষ্টি হচ্ছে যাত্রীরা। পণ্য পরিবহনও ব্যয়বহুল হয়ে উঠছে যাত্রাপথে মাত্রাতিরিক্ত বেশি সময় নেওয়ার কারণে। ঈদের আগে পরিস্থিতি যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন এমনটিই কাম্য।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হুমকির মুখে ফেরি চলাচল
সংকট কাটাতে উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর