একদিকে ফেরি সংকট অন্যদিকে ফেরিঘাট পন্টুুন সমস্যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। নদীর উভয় পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। ঈদুল আজহার প্রাক্কালে যানবাহন পারাপারে ভোগান্তি সৃষ্টি হওয়ায় জনমনে উৎকণ্ঠারও সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে নদীভাঙনে দুটি এমনিতেই বন্ধ। দুই ও চার নম্বর ঘাট চালু থাকলেও দুই নম্বর ঘাটে তীব্র স্রোতের কারণে দু-একটি বড় ফেরি ছাড়া অন্য কোনো ফেরি ভিড়তে পারছে না। চার নম্বর ঘাট পূর্ণাঙ্গভাবে চালু থাকলেও বাড়তি চাপে ঘাট এলাকায় ফেরি জট লেগে আছে। এ ঘাটেরও অ্যাপ্রোচ সড়কের অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গভাবে চালু থাকা এ ঘাটটিও বন্ধ হয়ে যেতে পারে। ঘাট সমস্যার কারণে উভয়পাড়ে গত মঙ্গলবার বিকাল ৩টা নাগাদ প্রায় দেড় হাজার যানবাহন আটকে পড়ে। এর মধ্যে তিন শতাধিক যাত্রীবাহী কোচ রয়েছে। নদী পার হতে এসব কোচকে ফেরির জন্য ১২ থেকে ১৪ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। আটকে থাকা পণ্যবাহী যানবাহনগুলোর মধ্যে পিয়াজ, সবজিসহ কোরবানির গরুবোঝাই শতাধিক ট্রাকও রয়েছে। অন্যদিকে পাটুরিয়া ঘাট এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ পাঁচ শতাধিক পণ্যবাহী ও দেড় শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দীর্ঘদিন ধরে এক নম্বর ঘাটটি ভাঙনের কারণে বন্ধ। দুই নম্বর ঘাটের দুটি র্যামের মধ্যে একটি বন্ধ। তিন নম্বর ঘাটটি বার বার ভাঙনের শিকার হচ্ছে। সবেধন নীলমনি চার নম্বর ফেরি ঘাটটি চালু থাকলেও এ ঘাটের অ্যাপ্রোচ রোড ভাঙনের শিকার হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপারে আরও বেশি সমস্যার সম্মুখীন হবে। পদ্মা নদীতে আগস্টে এমনিতেই স্রোত বেশি থাকে। এ বছর স্রোতের পাশাপাশি নদীভাঙনের থাবা সব কিছু তছনছ করে দিচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেকাংশে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচলের ওপর নির্ভরশীল। ঈদের প্রাক্কালে যানবাহন পারাপারে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তির সৃষ্টি হচ্ছে যাত্রীরা। পণ্য পরিবহনও ব্যয়বহুল হয়ে উঠছে যাত্রাপথে মাত্রাতিরিক্ত বেশি সময় নেওয়ার কারণে। ঈদের আগে পরিস্থিতি যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন এমনটিই কাম্য।
শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
হুমকির মুখে ফেরি চলাচল
সংকট কাটাতে উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার