জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজিতেও বাংলাদেশ নেতৃত্বদানের সক্ষমতা দেখাচ্ছে এবং এ সাফল্যকে প্রশংসার দৃষ্টিতেই দেখছে বিশ্বসমাজ। এর আগে জাতিসংঘ উন্নয়নশীল দেশগুলোর সামনে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিশুমৃত্যু হার হ্রাস, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তা অর্জনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল। সে লক্ষ্য অর্জনে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগিয়ে থাকার ঈর্ষণীয় সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যকে এখন মডেল হিসেবেও বিবেচনা করা হয়। বিশ্বের পশ্চাত্পদ দেশগুলোকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ যে এমডিজি লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছিল তার সময়সীমা ছিল ২০১৫ সাল। বাংলাদেশ তার আগেই লক্ষ্যমাত্রাগুলো সফলভাবে পূরণের কৃতিত্ব দেখিয়েছে। এ কৃতিত্বের সুবাদে জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে এমডিজি পদক। এ সাফল্য টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনেও উন্নয়নশীল সব দেশের চেয়ে এগিয়ে থাকার উৎসাহ জোগাচ্ছে। এসডিজিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ তা শুরুতেই স্পর্শ করার কৃতিত্ব দেখিয়েছে। দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন, ব্যয়সাধ্য টেকসই জ্বালানি, সবার জন্য ভালো কর্মসংস্থান, উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, বৈষম্য হ্রাসকরণ, টেকসই শহর ও সম্প্রদায়, সম্পদের দায়িত্বশীল ব্যবহার, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, সমুদ্র সুরক্ষা, ভূমির সুরক্ষা ইত্যাদি লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘ ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিলেও বাংলাদেশ এ সময়ের অনেক আগেই তা অর্জন করার কৌশল বেছে নিয়েছে। বিশেষত জিডিপির প্রবৃদ্ধি অর্জনে জাতিসংঘ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক এগিয়ে থাকার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে একটি আশাজাগানিয়া ঘটনা। উন্নত বিশ্বের সঙ্গে উন্নয়নশীল বিশ্বের পার্থক্য যেখানে আকাশ-পাতাল সে ক্ষেত্রে এ দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। এটি একটি বড় চ্যালেঞ্জ হলেও এ চ্যালেঞ্জে হারার কোনো সুযোগ নেই। দেশপ্রেমে বলীয়ান হয়ে ১৬ কোটি মানুষকেই এ চ্যালেঞ্জ মোকাবিলায় যত্নবান হতে হবে।
শিরোনাম
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
টেকসই উন্নয়ন লক্ষ্য
এ লড়াইয়ে জেতার বিকল্প নেই
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর