প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের যোগাযোগ খাতের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন। দ্বিতীয় কাঁচপুর সেতু, ভুলতার চার লেনের ফ্লাইওভার এবং লতিফপুরের ওভারপাস যানজট নিরসনের পাশাপাশি সংশ্লিষ্ট রুটগুলোতে দ্রুত যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শীতালক্ষ্যার ওপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর দৈর্ঘ্য ৩৯৭ দশমিক ৩ মিটার এবং প্রস্থ ১৮.১ মিটার। চার লেনের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫০ কোটি টাকা। গণভবনে শনিবার এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতু ছাড়াও ভুলতায় চার লেনের ফ্লাইওভার এবং লতিফপুরে ওভারপাস উদ্বোধন করেন। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৬ সালের জানুয়ারিতে দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজ শুরু করে। চলতি বছরের জুনে এ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও চার মাস আগেই এর কাজ শেষ হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ৩৫৩ দশমিক ৩৬ কোটি টাকা ব্যয়ে তিন স্তরে ১ দশমিক ৩ কিলোমিটার চার লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। এই ফ্লাইওভার নির্মাণের ফলে ঢাকা-সিলেটে সড়ক যোগাযোগ সহজ হবে এবং যানজট দূর হবে। এতে ব্যবসা-বাণিজ্যও গতিশীল হবে। এ ছাড়া ৪৫৬ দশমিক ৩৭ মিটার লতিফপুর ফ্লাইওভার চালুর কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমে যাবে বলেও আশা করা হচ্ছে। প্রকল্প তিনটি বাস্তবায়নের ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল রুটের সড়ক পথের যাত্রীরা বিরক্তিকর যানজট থেকে রক্ষা পাবেন। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ম হয়ে দাঁড়ালেও নির্দিষ্ট সময়ের তিন মাসেরও বেশি সময় আগে দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন সে অপঐতিহ্যকে দূরে হটাতে সক্ষম হয়েছে। আমরা আশা করব আগামীতে সরকারের যে কোনো প্রকল্প যাতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। সময়মতো কোনো প্রকল্প বাস্তবায়িত না হলে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবেÑ আমরা এমনটিও দেখতে চাই।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
যোগাযোগ খাতের তিন প্রকল্প
যানজট নিরসনের স্বস্তি এনে দেবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর