প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের যোগাযোগ খাতের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন। দ্বিতীয় কাঁচপুর সেতু, ভুলতার চার লেনের ফ্লাইওভার এবং লতিফপুরের ওভারপাস যানজট নিরসনের পাশাপাশি সংশ্লিষ্ট রুটগুলোতে দ্রুত যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শীতালক্ষ্যার ওপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর দৈর্ঘ্য ৩৯৭ দশমিক ৩ মিটার এবং প্রস্থ ১৮.১ মিটার। চার লেনের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫০ কোটি টাকা। গণভবনে শনিবার এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতু ছাড়াও ভুলতায় চার লেনের ফ্লাইওভার এবং লতিফপুরে ওভারপাস উদ্বোধন করেন। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৬ সালের জানুয়ারিতে দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজ শুরু করে। চলতি বছরের জুনে এ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও চার মাস আগেই এর কাজ শেষ হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ৩৫৩ দশমিক ৩৬ কোটি টাকা ব্যয়ে তিন স্তরে ১ দশমিক ৩ কিলোমিটার চার লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। এই ফ্লাইওভার নির্মাণের ফলে ঢাকা-সিলেটে সড়ক যোগাযোগ সহজ হবে এবং যানজট দূর হবে। এতে ব্যবসা-বাণিজ্যও গতিশীল হবে। এ ছাড়া ৪৫৬ দশমিক ৩৭ মিটার লতিফপুর ফ্লাইওভার চালুর কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমে যাবে বলেও আশা করা হচ্ছে। প্রকল্প তিনটি বাস্তবায়নের ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল রুটের সড়ক পথের যাত্রীরা বিরক্তিকর যানজট থেকে রক্ষা পাবেন। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ম হয়ে দাঁড়ালেও নির্দিষ্ট সময়ের তিন মাসেরও বেশি সময় আগে দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন সে অপঐতিহ্যকে দূরে হটাতে সক্ষম হয়েছে। আমরা আশা করব আগামীতে সরকারের যে কোনো প্রকল্প যাতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। সময়মতো কোনো প্রকল্প বাস্তবায়িত না হলে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবেÑ আমরা এমনটিও দেখতে চাই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ