চিংড়ি ও মাছ বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য; যা রপ্তানি করে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাচ্ছে। দেশে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু চিংড়িসহ মৎস্যজাত পণ্য রপ্তানিতে একশ্রেণির রপ্তানিকারক নানা ধরনের অপকৌশলের আশ্রয় নেওয়ায় বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি বন্ধ রেখেছে। এর ফলে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশের চিংড়ি ও মৎস্যজাত পণ্যের বাজার হুমকির মুখে পড়েছে। এ হুমকি ঠেকাতে সরকার মৎস্যজাত পণ্য রপ্তানিতে অসাধুতার আশ্রয় নেওয়ার পথ বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এ উদ্দেশ্যে চিংড়িসহ রপ্তানিজাত মাছের ওজন বাড়ানোর জন্য মাছের সঙ্গে লোহার পেরেক, জেলি কিংবা সাগু মেশালে সর্বোচ্চ দুই বছরের সাজা ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০১৯-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। স্মর্তব্য, উচ্চ আদালতের নির্দেশে সামরিক আমলের কিছু অধ্যাদেশ আইনে পরিণত করা হচ্ছে। এরই অংশ হিসেবে মৎস্য ও মৎস্যপণ্য আইনটিতে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে। এতে মৎস্যপণ্যে কোনো কিছুর মিশ্রণ ও ভেজাল নিষিদ্ধ করা হয়েছে। এটি অমান্য করলে দুই বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকার জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সাজার পরিমাণ দ্বিগুণ হবে। বিদ্যমান আইনে এ সাজার পরিমাণ ছিল তিন মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা। আইনটি রপ্তানিকারকদের মৎস্যপণ্যের ওজন বাড়ানোর কারসাজি থেকে বিরত রাখতে বাধ্য করবে- আমরা এমনটিই আশা করতে চাই। এর ফলে বিদেশে বাংলাদেশের মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়বে। চিংড়ি চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য যেমন পাবেন তেমন সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তবে আইন পাস শুধু নয়, তার বাস্তবায়নেও সরকারকে তীক্ষè নজর রাখতে হবে।
শিরোনাম
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন