খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মেশানো কোনো সভ্য দেশে কল্পনা করাও কঠিন। তবে আমাদের মতো দেশে এটি যে নিত্যদিনের ঘটনা তা এক প্রতিষ্ঠিত সত্য। আশার কথা, এ বিষয়ে উচ্চ আদালতও তাদের কঠোর মনোভাবের কথা জানিয়েছে। আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে হাই কোর্টের পক্ষ থেকে। মঙ্গলবার এ-সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বলেছে, দেশে খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার বাড়ছে। এটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এ দেশে এখন বেঁচে থাকাটাই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কেমিক্যাল ব্যবহার অপরাধ জেনেও ব্যবসায়ীরা তা করছেন। এতে জনসাধারণ নানা জটিল রোগে ভুগছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতেই এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নেই। এর আগে আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল ও ফরমালিনের ব্যবহার রোধে বিএসটিআইর নেওয়া পদক্ষেপ আদালতে তুলে ধরা হয় তাদের আইনজীবীর মাধ্যমে। এ পর্যায়ে আদালত বলে, বিএসটিআই যদি সঠিকভাবে কাজ করত তাহলে পরিস্থিতি এ পর্যায়ে যেত না। একদিন অভিযান পরিচালনা করে আদালতে প্রতিবেদন দিলে সেটি হবে আইওয়াশ। পেপারওয়ার্ক করলে চলবে না, অভিযান দৃশ্যমান হতে হবে। আদালত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কেমিক্যাল শনাক্তকরণের যন্ত্রপাতি সংগ্রহেরও তাগিদ দেয়। বলে, দেশের জনগণকে বাঁচাতে এটি করা দরকার। যারা খাদ্যপণ্যে ভেজাল দেয় কিংবা কেমিক্যাল মিশিয়ে মানুষের জীবন হুমকির দিকে ঠেলে দেয় তারা গণশত্রু। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগই যথার্থ। শুধু আইনের প্রয়োগ নয়, নিজেদের সভ্যসমাজের অংশ হিসেবে পরিগণিত করার স্বার্থে খাদ্যপণ্যে ভেজাল ও কেমিক্যাল মেশানোর বিরুদ্ধে গণসচেতনতাও গড়ে তুলতে হবে। ভেজালকারীদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে গণসচেতনতা। এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে একাট্টা হতে হবে। অনিরাপদ খাদ্য এক জাতীয় অভিশাপের নাম। এ অভিশাপ থেকে রক্ষা পেতে হলে গণপ্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
খাদ্যে কেমিক্যাল মিশ্রণ
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর