খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মেশানো কোনো সভ্য দেশে কল্পনা করাও কঠিন। তবে আমাদের মতো দেশে এটি যে নিত্যদিনের ঘটনা তা এক প্রতিষ্ঠিত সত্য। আশার কথা, এ বিষয়ে উচ্চ আদালতও তাদের কঠোর মনোভাবের কথা জানিয়েছে। আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে হাই কোর্টের পক্ষ থেকে। মঙ্গলবার এ-সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বলেছে, দেশে খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার বাড়ছে। এটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এ দেশে এখন বেঁচে থাকাটাই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কেমিক্যাল ব্যবহার অপরাধ জেনেও ব্যবসায়ীরা তা করছেন। এতে জনসাধারণ নানা জটিল রোগে ভুগছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতেই এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নেই। এর আগে আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল ও ফরমালিনের ব্যবহার রোধে বিএসটিআইর নেওয়া পদক্ষেপ আদালতে তুলে ধরা হয় তাদের আইনজীবীর মাধ্যমে। এ পর্যায়ে আদালত বলে, বিএসটিআই যদি সঠিকভাবে কাজ করত তাহলে পরিস্থিতি এ পর্যায়ে যেত না। একদিন অভিযান পরিচালনা করে আদালতে প্রতিবেদন দিলে সেটি হবে আইওয়াশ। পেপারওয়ার্ক করলে চলবে না, অভিযান দৃশ্যমান হতে হবে। আদালত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কেমিক্যাল শনাক্তকরণের যন্ত্রপাতি সংগ্রহেরও তাগিদ দেয়। বলে, দেশের জনগণকে বাঁচাতে এটি করা দরকার। যারা খাদ্যপণ্যে ভেজাল দেয় কিংবা কেমিক্যাল মিশিয়ে মানুষের জীবন হুমকির দিকে ঠেলে দেয় তারা গণশত্রু। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগই যথার্থ। শুধু আইনের প্রয়োগ নয়, নিজেদের সভ্যসমাজের অংশ হিসেবে পরিগণিত করার স্বার্থে খাদ্যপণ্যে ভেজাল ও কেমিক্যাল মেশানোর বিরুদ্ধে গণসচেতনতাও গড়ে তুলতে হবে। ভেজালকারীদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে গণসচেতনতা। এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে একাট্টা হতে হবে। অনিরাপদ খাদ্য এক জাতীয় অভিশাপের নাম। এ অভিশাপ থেকে রক্ষা পেতে হলে গণপ্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
শিরোনাম
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
খাদ্যে কেমিক্যাল মিশ্রণ
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর