সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার ৩৪৩ কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে গত এক বছরে জমা হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। সুইস ব্যাংককে দুনিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক বলে ভাবা হয়। গ্রাহকের পরিচয়সহ সব তথ্যও গোপন রাখে তারা। যে কারণে দুনিয়াজুড়ে অর্থকড়ির মালিকদের অন্যতম পছন্দ সুইস ব্যাংক। কালো টাকার মালিকদের মাঝে সুইস ব্যাংক হলো সঞ্চয়ের সবচেয়ে নির্ভরযোগ্য স্থান। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সে দেশের ব্যাংকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। ঠিক এক বছর আগে ২০১৭-এর ডিসেম্বরে বাংলাদেশিদের অর্থ জমানোর পরিমাণ ছিল ৪৮ কোটি ১৩ লাখ ফ্রাঁ; যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৫৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। ২০১৭ সালে বাংলাদেশিদের অর্থ জমানোর পরিমাণ ছিল ৪ হাজার ৬৯ কোটি টাকা, ২০১৬-তে এর পরিমাণ ছিল ৫ হাজার ৫৬৬ কোটি, ২০১৫-তে ৪ হাজার ৪১৭ কোটি, ২০১৪-তে ৪ হাজার ৫৮ কোটি, ২০১৩-তে ২ হাজার ৯৮১ কোটি। অর্থাৎ মাঝে ২০১৭ সাল ছাড়া প্রতি বছরই সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমানোর পরিমাণ বেড়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পথে অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়; যার একটি বড় অংশ সুইস ব্যাংকে জমা হয়। ইউরোপের দেশগুলোয় ওভার ইনভয়েসের মাধ্যমে অর্থ পাচার হয়। সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে শীর্ষ এক ব্যবসায়ী এ পদ্ধতিতে প্রায় ৩ হাজার কোটি টাকা পাচার করেছেন। বাংলাদেশ থেকে বড় ব্যবসায়ী, আমদানি ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িতরা, ব্যাংকিং ও শুল্ক দফতরের কিছু লোকও পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়। মাত্র এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১ হাজার ২৭৪ কোটি টাকা জমা পড়ায় এ অর্থের উৎস নিয়ে স্বভাবতই বোদ্ধাজনদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ টাকা বাংলাদেশ থেকে পাচারকৃত না প্রবাসী বাংলাদেশিদের সঞ্চিত অর্থ, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। আমরা আশা করব এ অর্থের উৎস সম্পর্কে সরকার জানার চেষ্টা করবে। বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের সঞ্চিত অর্থ এবং তার উৎস সম্পর্ক জানার চেষ্টা করা হবে- এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
বিদেশে অর্থ পাচার
পাচারকারীদের চিহ্নিত করা হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর