জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্যকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেছেন, জলবায়ু অভিযোজনে শ্রেষ্ঠ শিক্ষকের ভূমিকায় রয়েছে এ দেশটি। একই সম্মেলনে বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, জলবায়ু ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ সামনের কাতারে। এ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যে তিনি মুগ্ধ। প্রধানমন্ত্রী এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে জাতিসংঘের সাবেক মহাসচিবসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সীমিত সামর্থ্য নিয়েও সাফল্য দেখিয়েছে এটি সত্য হলেও উদ্বেগের বিষয়গুলো কম নয়। সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড ওপরে পৌঁছেছে। ২০১৫ থেকে ২০১৮ সাল মানবেতিহাসের সবচেয়ে উষ্ণ কয়েকটি বছর ছিল। দক্ষিণ এশিয়া সম্পর্কে এডিবির জলবায়ু ও অর্থনীতিবিষয়ক প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের বার্ষিক জিডিপি ২ শতাংশ কমে যেতে পারে। যদি বর্তমান হারে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ১৯টি উপকূলীয় জেলা স্থায়ীভাবে ডুবে যেতে পারে। বাংলাদেশে ইতিমধ্যে জলবায়ু অভিবাসীর সংখ্যা ৬০ লাখে পৌঁছেছে। ২০৫০ সালের মধ্যে তা বেড়ে দ্বিগুণের বেশি হতে পারে। তাপমাত্রার পরিবর্তন, ঘন ঘন বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রতল ও লবণাক্ততা বৃদ্ধির ফলে বাংলাদেশের বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে চালের উৎপাদন ৮ ও গমের উৎপাদন ৩২ শতাংশ কমে যেতে পারে। গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বিশাল উন্নতি হলেও জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবে এ অর্জনগুলো হুমকির সম্মুখীন হতে পারে এমন আশঙ্কাও জোরদার হয়ে উঠছে। বিশ্বের জলবায়ুতে যে অশুভ পরিবর্তনের আলামত স্পষ্ট হয়ে উঠছে তার জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলোর ব্যাপক শিল্পায়ন ও আবহাওয়া দূষিত করার ঘটনা। এ ক্ষেত্রে বাংলাদেশের মতো সমুদ্রোপকূলীয় দেশগুলোর কোনো দায় না থাকলেও তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। এ ক্ষতি রোধে শিল্পোন্নত দেশগুলোকে দায় স্বীকার করে এগিয়ে আসতে হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে