সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। জাপানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের পর মিয়ানমারে যাবেন এবং সে দেশের সরকারকেও একই প্রস্তাব দেবেন। জাপানের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দুই দেশে জাপানের বড় মাপের বিনিয়োগ থাকায় রোহিঙ্গা ইস্যু জাপানি বিনিয়োগের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। সোমবার মধ্যরাতে ঢাকায় এসে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। বিকালে ঢাকায় ফিরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনার মধ্যে বিশেষভাবে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে জাপানের বিশেষ উদ্যোগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। বন্ধুপ্রতিম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান সংকটের বিষয়ে জাপান উদ্বিগ্ন বলে তিনি জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-নেপিদোর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। জাপানকে এ বিষয়ে পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশেই জাপানের বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন অমীমাংসিত থাকলে উভয় দেশেই বিনিয়োগ সংকটে পড়বে। রোহিঙ্গাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকারের ভূমিকা রাখা প্রয়োজন বলে বৈঠকে দুই দেশ ঐকমত্য পোষণ করেছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। যে কারণে জাপানের প্রস্তাব বাংলাদেশের জন্য দৃশ্যত ইতিবাচক হলেও এ বিষয়ে সরাসরি কোনো মত দেয়নি। তবে জাপানি উদ্যোগ মিয়ানমারের সুমতি ফেরাতে সহায়তা করবে- বাংলাদেশ এমনটিই দেখতে চায়। ইতিমধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলো পানি ঘোলা করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশকে রাখাইন রাজ্যের সার্বভৌমত্ব অর্পণের প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে উত্থাপিত এক প্রস্তাবে। বাংলাদেশ ঘৃণাভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, কোনো দেশের কোনো এলাকার প্রতি বাংলাদেশের আগ্রহ নেই। বাংলাদেশ রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন চায়, মিয়ানমারের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণœ হোক তা চায় না।
শিরোনাম
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়