সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। জাপানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের পর মিয়ানমারে যাবেন এবং সে দেশের সরকারকেও একই প্রস্তাব দেবেন। জাপানের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দুই দেশে জাপানের বড় মাপের বিনিয়োগ থাকায় রোহিঙ্গা ইস্যু জাপানি বিনিয়োগের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। সোমবার মধ্যরাতে ঢাকায় এসে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। বিকালে ঢাকায় ফিরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনার মধ্যে বিশেষভাবে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে জাপানের বিশেষ উদ্যোগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। বন্ধুপ্রতিম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান সংকটের বিষয়ে জাপান উদ্বিগ্ন বলে তিনি জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-নেপিদোর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। জাপানকে এ বিষয়ে পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশেই জাপানের বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন অমীমাংসিত থাকলে উভয় দেশেই বিনিয়োগ সংকটে পড়বে। রোহিঙ্গাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকারের ভূমিকা রাখা প্রয়োজন বলে বৈঠকে দুই দেশ ঐকমত্য পোষণ করেছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। যে কারণে জাপানের প্রস্তাব বাংলাদেশের জন্য দৃশ্যত ইতিবাচক হলেও এ বিষয়ে সরাসরি কোনো মত দেয়নি। তবে জাপানি উদ্যোগ মিয়ানমারের সুমতি ফেরাতে সহায়তা করবে- বাংলাদেশ এমনটিই দেখতে চায়। ইতিমধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলো পানি ঘোলা করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশকে রাখাইন রাজ্যের সার্বভৌমত্ব অর্পণের প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে উত্থাপিত এক প্রস্তাবে। বাংলাদেশ ঘৃণাভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, কোনো দেশের কোনো এলাকার প্রতি বাংলাদেশের আগ্রহ নেই। বাংলাদেশ রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন চায়, মিয়ানমারের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণœ হোক তা চায় না।
শিরোনাম
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন