মানব পাচার সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করতে দেশের আটটি বিভাগীয় শহরে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে বিচারকসহ ৪৮টি পদ সৃজনে আইন মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের অনুমোদনের পর ট্রাইব্যুনাল গঠনের বাকি কাজ সম্পন্ন করবে আইন মন্ত্রণালয়। এসব ট্রাইব্যুনাল গঠনের পর মানব পাচারের ঘটনায় করা সাড়ে চার হাজারেরও বেশি মামলা দ্রুত নিষ্পত্তির পথ খুলবে এমনটিই আশা করা হচ্ছে। স্মর্তব্য, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে পৃথকভাবে মামলা পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে। ২০১২ সালে আইন প্রণয়নের সাত বছর পর আলোর মুখ দেখছে এ ট্রাইব্যুনাল। বর্তমানে প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার-সংক্রান্ত মামলার বিচার পরিচালিত হয়। এসব ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতনের মামলার চাপ বেশি থাকায় দীর্ঘায়িত হচ্ছে মানব পাচার মামলার বিচার। সুপ্রিম কোর্টের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ৩০ জুন পর্যন্ত সারা দেশে ৪ হাজার ৬০১টি মানব পাচারের মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৯৭টি মামলা ঝুলছে পাঁচ বছরের বেশি সময় ধরে। আটটি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২ হাজার ৬৪টি মানব পাচার মামলা বিচারাধীন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৭৯টি, রাজশাহী বিভাগে ২৩৫টি, খুলনা বিভাগে ৮৩৩টি, বরিশাল বিভাগে ৩৮৫টি, সিলেট বিভাগে ২২৬টি, রংপুর বিভাগে ৫৮টি এবং ময়মনসিংহ বিভাগে ১২১টি মানব পাচার মামলা বিচারাধীন রয়েছে। মানব পাচার দেশের সুনামের জন্য যেমন বিড়ম্বনা সৃষ্টি করছে তেমন লাখ লাখ মানুষ তথা পরিবারের জীবনে দুর্ভোগ সৃষ্টির জন্য দায়ী। বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠিত হলে মানব পাচার সম্পর্কিত মামলার দ্রুত বিচার সম্ভব হবে। বিলম্বিত বিচার যেহেতু বিচারহীনতার শামিল সেহেতু সে লজ্জা থেকে রেহাই পাওয়ারও সুযোগ ঘটবে। তবে মানব পাচার-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পুলিশের ওপর অদৃশ্য মহলের কোনো চাপ যাতে অনুভূত না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
মানব পাচার মামলা
বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল অভিনন্দনযোগ্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর