ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেল যুক্তরাজ্য। ইউরোপীয় পার্লামেন্টে গত বুধবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে পরস্পরের ছাড়াছাড়ির প্রস্তাব। দীর্ঘ ৪৭ বছর একসঙ্গে ঘর করার পর ‘তালাক’-এর এ ঘটনায় পার্লামেন্টে বিষাদের ছায়াও অনুভূত হয়। পার্লামেন্টের ব্রেক্সিটবিষয়ক সমন্বয়ক বিচ্ছেদ প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েও বলেন, ‘আমরা ব্রিটেনের অভাব বোধ করব। এ ভোটের মাধ্যমে তাদের চিরবিদায় জানানো হচ্ছে না বরং আশা করছি আবার দেখা হবে।’ ইউরোপে ঐক্যের পক্ষে যখন জনমত গড়ে উঠছে তখন যুক্তরাজ্যের উল্টোপথে যাত্রা বিয়োগান্তই বটে। তাদের জন্য এ বিচ্ছেদ কতটা কল্যাণকর হবে তাও বিতর্কের ঊর্ধ্বে নয়। কারণ স্কটল্যান্ড ব্রেক্সিটের কট্টর বিরোধী এবং সেখানে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে জনমত গড়ে উঠছে। বাংলাদেশি পণ্যের তৃতীয় ক্রেতা দেশ যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ও জার্মানির পর তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে যুক্তরাজ্য থেকে। গত অর্থবছরে যার পরিমাণ ছিল প্রায় ৪১৭ কোটি মার্কিন ডলার। ফলে কোনো কারণে দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা বাধাগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশের রপ্তানি আয়ে ব্রেক্সিটের প্রভাব নিয়ে ২০১৭ সালে এক প্রতিবেদন প্রকাশ করেছিল অর্থনীতিবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ওই প্রতিবেদনে বলা হয়, ‘ব্রেক্সিটের পর যুক্তরাজ্য কেমন বাণিজ্য শুল্ক নির্ধারণ করে, তা নিয়েও উদ্বেগের কারণ আছে বাংলাদেশের।’ সিঙ্গাপুরভিত্তিক অক্সফোর্ড ইকোনমিকসের অর্থনীতিবিদ ভার্তি ভার্গাভা ওই সময় বলেছিলেন, ব্রেক্সিট যে অনিশ্চয়তা তৈরি করেছে সেটা বড়ই উদ্বেগের কারণ। এমনও হতে পারে যে, নতুন চুক্তি সম্পাদনের আগে যুক্তরাজ্য সাময়িক সময়ের জন্য বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বন্ধ করে দিতে পারে। আশার কথা হলো, গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের একজন মন্ত্রী চিঠি পাঠিয়ে ব্রেক্সিটের পরও বাংলাদেশের জন্য ইবিএ সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেন, তবে এ ক্ষেত্রে তারা বাংলাদেশে ব্রিটিশ কোম্পানিগুলোর বিনিয়োগের জন্য বিশেষ শুল্ক সুবিধা চেয়েছিলেন। সংশয় ও আশঙ্কা ঝেড়ে ফেলা না গেলেও আমরা আশা করব, ব্রেক্সিটের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঐতিহ্যেরই অংশ। এ ঐতিহ্যের সুবাদে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে- এমনটিই আশা করা যায়।
শিরোনাম
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
ব্রেক্সিট বিড়ম্বনা
বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর