চট্টগ্রাম মহানগরী ও কর্ণফুলী একে অপরের অনুষঙ্গ। কর্ণফুলীর ভালোমন্দের সঙ্গে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ভালোমন্দ অনেকাংশে জড়িত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী লুসাই দুহিতা কর্ণফুলী ভালো নেই দখল দূষণের কারণে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে চট্টলাবাসীর প্রিয় নদীর বেহাল অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে কীভাবে দূষণের শিকার হচ্ছে অর্ধকোটি মানুষের ফুসফুসের ভূমিকা পালনকারী এই নদী। কর্ণফুলী নদীর অন্যতম শাখা চাক্তাই খাল। এ খাল দিয়ে কালো কুচকুচে পানি সরাসরি গিয়ে পড়ছে নদীতে। অভিন্ন দৃশ্য এ নদীর অন্যতম শাখা রাজাখালের। নগরের শিল্প, বাণিজ্যিক ও আবাসিকের প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার টন বর্জ্য পড়ছে বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদীতে। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নসহ নানা কারণে দূষিত এবং সংকোচন হচ্ছে কর্ণফুলী। ফলে অস্তিত্ব সংকট তৈরি হচ্ছে নদীটির। সঙ্গে জলজ জীব, নাগরিক স্বাস্থ্য, সামাজিক জনজীবন ও দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কর্ণফুলী নদী রক্ষায় প্রণীত ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনায়ও এসব বিষয় উল্লেখ করা হয়। ২৭৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬৬৭ মিটার গড় প্রস্থের কর্ণফুলী নদীর এখন মাত্রাতিরিক্ত দখল ও দূষণে ত্রাহি অবস্থা। একই অবস্থা রাজাখালী খালেরও। নদীতে গিয়ে পড়ছে কালো রঙের তেলের মতো পানি। দুই খালের মুখ দিয়ে সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে পলিথিন, প্লাস্টিক পণ্য এবং নানা অপচনশীল দ্রব্য। দখলের কালো হাত কর্ণফুলীর অস্তিত্ব বিপন্ন করে তুলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে দৃশ্যত কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব নেই। বলা হচ্ছে, আইনি জটিলতা দখলদার উচ্ছেদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অনেকের ধারণা সদিচ্ছার অভাবও দখলদারদের অস্তিত্বকে টিকিয়ে রাখছে। শুধু কর্ণফুলী নয়, বিপন্ন হচ্ছে চট্টগ্রাম মহানগরীও। বন্দর নগরীর পরিবেশে অপপ্রভাব রাখছে। কর্ণফুলীর দখল দূষণের অবসানে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে যে সংশয় রয়েছে তার অবসান ঘটাতে হবে। জনপ্রতিনিধি যারা তাদেরও চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। জনসচেতনতা গড়ে তোলার বিষয়টিও সমভাবে গুরুত্বের দাবিদার। বিশেষ করে ছাত্র শিক্ষক সংস্কৃতি কর্মীসহ বুদ্ধিবৃত্তির সঙ্গে যারা জড়িত তাদের এ ব্যাপারে সক্রিয় হতে হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
কর্ণফুলীর দখল দূষণ
জনসচেতনতা গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর