প্রসাধনীর ব্যবহার শুরু হয় মানবসভ্যতার বিকাশের পর থেকে। নিজেকে অন্যের কাছে সুন্দররূপে তুলে ধরতে মানুষের গরজের অভাব নেই। রমণীকুলের সঙ্গে প্রসাধনের সম্পর্ক প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এ কারণেই দুনিয়াজুড়ে গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার প্রসাধন বাণিজ্য। আমাদের দেশেও প্রসাধন বাণিজ্যের প্রসার খুব একটা কম নয়। পাশাপাশি প্রসাধনের নামে প্রতারণার ঘটনাও আকাশছোঁয়া। দেশে যদু-মধুরাও প্রসাধনসামগ্রী বাজারজাত করছে গলা ভরা বুলির ওপর ভরসা করে। তাদের পাশাপাশি প্রতারণা ব্যবসায় নেমেছে নির্ভেজাল প্রতারকরা। যারা নামিদামি বিদেশি ব্র্যান্ড হুবহু নকল করে বাজারজাত করছে। টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে পুরান ঢাকায় ঘরে বসে ক্ষতিকর রাসায়নিক দিয়ে প্রসাধন বানানোর চিত্র তুলে ধরা হয়েছে। নকলবাজরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না নকল প্রসাধনী তৈরির ব্যবসা। কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ ও পুরান ঢাকায় গড়ে উঠেছে নকল প্রসাধনীর অনেক কারখানা। এতে মেশানো হচ্ছে ভয়াবহ কেমিক্যাল। চোখ জুড়ানো নানা রঙের সঙ্গে কেমিক্যাল হাতে মিশিয়ে কথিত প্রসাধনী বোতলজাত করছেন শ্রমিকরা। যারা রূপচর্চায় ত্বকের যত্ন নিতে নানা ধরনের ফেসিয়াল, স্কার্ব কিংবা শ্যাম্পু ব্যবহার করেন, তারা শুনলে আতঙ্কিত হবেন- নকল ওইসব প্রসাধনে মেশানো হয় হাইড্রোজেন পারঅক্সাইড জাতীয় বিভিন্ন কেমিক্যাল। এরপর ওইসব নকল প্রসাধনীতে বিদেশি ব্র্যান্ডের হুবহু মোড়কে যুক্ত করতেই তা হয়ে যায় বিশ্বস্ত নামিদামি কোম্পানির ফেসিয়াল ও স্কার্ব। বিশেষজ্ঞরা বলছেন, প্রসাধনী নিয়ে অসাধু চক্রের এমন জালিয়াতিতে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন ভোক্তারা। নকল প্রসাধনীতে কঠিন ধাতু থাকলে স্কিন ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। প্রসাধনী প্রতারণা থেকে ভোক্তাদের বাঁচাতে সমন্বিত অভিযান পরিচালনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষ প্রসাধন ব্যবহার করে ত্বক ও চুল সুন্দর করার জন্য। কিন্তু ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি নকল প্রসাধন নিজেকে সুন্দর করে তোলার বদলে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ঠেলে দেয় ব্যবহারকারীদের। দেশে নকল-ভেজালের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও প্রয়োগকারীদের গাফিলতিতে এই পাপ ব্যবসা রোধ করা সম্ভব হচ্ছে না। জনস্বাস্থ্যের স্বার্থে নকলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। জালিয়াতদের দমনে নিশ্চিত করা দরকার আইন প্রয়োগকারীদের সততা।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
নকল-ভেজাল প্রসাধনী
আইন প্রয়োগে কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর