সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় বেড়েছে বেকারত্ব

স্বকর্মসংস্থান মুক্তির পথ দেখাতে পারে

করোনা সারা দুনিয়ার অর্থনীতিতে যে ধস নামিয়েছে তা দুটি মহাযুদ্ধের সময়ও অনুভূত হয়নি। ইতিহাসে বারবার একাধিক দেশ বা এলাকায় মহামারীতে লাখ লাখ মানুষের প্রাণ সংহার হলেও কখনো বিশ্বজুড়ে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি। এবার সারা দুনিয়া করোনা নামের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবের ভয়াল আগ্রাসনের শিকার। বিশেষ করে দ্রুত অগ্রসরমান বাংলাদেশের অর্থনীতি করোনার প্রভাবে পড়েছে নাজুক অবস্থায়। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক ভিত্তিক। করোনায় উন্নত-অনুন্নত সব দেশের মানুষের চাহিদার তালিকায় পোশাক এখন অগ্রাধিকার হারিয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও দীর্ঘদিন ধরে রপ্তানিতে নেতিবাচক প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনায় দেশে এক কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, করোনায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিকে আরও নাজুক অবস্থার মোকাবিলা করতে হবে। ইতিমধ্যে সংকুচিত হয়ে এসেছে কর্মক্ষেত্র। আর্থিক সংগতির অভাবে মানুষের চাহিদা অনুপাতে সম্পদ সরবরাহ কমে গেছে। পরিণতিতে সব ধরনের শিল্প উৎপাদনে ধস নেমেছে। ফলে আগামী ডিসেম্বরের মধ্যে করোনাকাল যদি কেটে যায় এ সময়ের মধ্যে বেকার সমস্যা প্রকট হয়ে উঠবে। মানুষের আয় ইতিমধ্যেই কমে গেছে ৭০ ভাগ। একইভাবে চাকরির বাজার অব্যাহতভাবে সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি সামলাতে ঘরে ঘরে উদ্যোক্তা এবং স্বকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। করোনা-পরবর্তী পর্যায়ে যারা চাকরির বদলে নিজেরা উদ্যোক্তা হয়ে জীবন-জীবিকার লড়াই চালাতে চায় তাদের সহায়তা দেবে তারা। এটি সফল হলে করোনাজনিত সংকট অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত হবে- এমনটিই আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর