মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাব সম্পর্কে সংশয়ের কোনো অবকাশ নেই। তবে বাস্তবতা হলো, ক্রসফায়ার ও কঠোর শাস্তির আশঙ্কা থাকা সত্ত্বেও মাদক পাচারকারীরা বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে অপকর্ম। সরকারের দৃষ্টিভঙ্গি যত কড়া হোক, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা তার একাংশের সততার সংকট মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের টিকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের সহযোগী ভূমিকাও জিইয়ে রাখছে মাদক আগ্রাসন। বিশেষ করে ইয়াবা নামের মাদক দেশের যুবসমাজের একাংশকে যেভাবে নিজেদের দাসানুদাস বানিয়ে চলছে তা উদ্বেগজনক। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের ছুটিতেও ইয়াবার ট্রানজিট পয়েন্ট চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরব ছিল ইয়াবা ব্যবসায়ীরা। ঈদ উদ্যাপনে প্রশাসনের শিথিলতা কাজে লাগিয়ে কক্সবাজার থেকে বানের পানির মতো আসে ইয়াবার বড় বড় চালান। এ সময় ইয়াবা পাচারের অন্তত ৫০টি চালান আটকও করেছে প্রশাসন। জব্দ হওয়া এসব ইয়াবার চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। যার বেশির ভাগ চালানই আটক করা হয়েছে দক্ষিণ চট্টগ্রাম থেকে। ঈদের ছুটিতে ছোট-বড় ৭টি ইয়াবার চালান আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে কোনো উৎসবের আগে-পরে মাদকের চাহিদা বাড়ে। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ধারণা ছিল ঈদের ছুটিতে প্রশাসনের কঠোরতা শিথিল থাকে। এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছেন তারা। সম্প্রতি জব্দ ইয়াবা চালানের বেশির ভাগই এসেছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে। এসব চালানে ব্যবহার করা হচ্ছে নারী কিংবা রোহিঙ্গা নাগরিকদের। মাদক পাচারের বাহকরা ধরা পড়লেও মূল হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। মাদক আগ্রাসন রোধে মাদক নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ীদের কাছে নিজেদের বিবেক বিক্রি না করে দেশ ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ