বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আব্রাহাম লিঙ্কন

আব্রাহাম লিঙ্কন

আমেরিকার ‘মহান প্রেসিডেন্ট’ আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে ছিলেন কাঠুরিয়া। অসামান্য মেধা ও কর্তব্যপরায়ণতা তাঁকে প্রেসিডেন্ট পদে উন্নীত করে। মার্কিনিদের মতে লিঙ্কন শুধু প্রেসিডেন্ট নন আদর্শেরও নাম। আমেরিকায় বহু প্রেসিডেন্ট দেশ শাসন করেছেন ও করবেন। তারা কেউই লিঙ্কনকে অতিক্রম করতে পারবেন কিনা সন্দেহ। দাসপ্রথার উচ্ছেদে আব্রাহাম লিঙ্কন যে সাহসী ভূমিকা রেখেছেন তা অনন্য। তিনি মনে করতেন মানুষ মানুষের দাস হয়ে থাকলে স্বাধীনতার কোনো মূল্য নেই। আব্রাহাম লিঙ্কন ১৮০৯ সালের ৪ ফেব্রুয়ারি আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম টমাস লিঙ্কন।

টমাস লিঙ্কন ছিলেন একজন ছুতার। আব্রাহাম লিঙ্কনের বাল্যকাল ছিল খুবই দরিদ্রের। ১৮৬৫ সালে এক থিয়েটার হলে জন উইকসবোথ নামের এক রাজনৈতিক কর্মীর দ্বারা আব্রাহাম গুলিবিদ্ধ হন। নয় ঘণ্টা অজ্ঞান অবস্থায় থেকে ১৫ এপ্রিল ইতিহাসের এই মহান মনীষী পরলোকেগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ইলিনয়ের স্প্রিংফিল্ডে তাঁর সমাধি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর