করোনাভাইরাস সমগ্র মানব জাতির জন্য কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। দুনিয়াজুড়ে মহামারীর আকার ধারণকারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ১৩ কোটি মানুষ। মৃতের সংখ্যা ১৪ লাখ ৬৯ হাজারে ঠেকেছে। অনুন্নত ও উন্নয়নশীল দেশে চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতায় করোনায় আক্রান্তদের শনাক্তের অভাবে বেশির ভাগই থাকে হিসাবের বাইরে। ফলে আক্রান্তের প্রকৃত সংখ্যা যে অনেক বেশি তা সহজে অনুমেয়। ভয়াল এ ভাইরাস ইতিমধ্যে বাংলাদেশের জন্য দ্বিমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর একটি স্বাস্থ্য সুরক্ষার অন্যটি অর্থনীতির। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হলেও নাগরিক সচেতনতার অভাবে তা যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থাবা বিস্তার করেছে। ইতিমধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা গত রবিবার ছিল ৫৩। করোনার থাবা এক মাসের ব্যবধানে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় সরকার বাধ্য হয়ে গতকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে। স্বাস্থ্য সুরক্ষার নিরিখে এ সিদ্ধান্ত শতভাগ সঠিক হলেও তা খেটে খাওয়া মানুষের জন্য অশনিসংকেত বিবেচিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সাত দিন পরে সংক্রমণ বিবেচনা করে যদি লকডাউন খুলে দেওয়া হয় তাহলে তা খেটে খাওয়া মানুষের জন্য খুব একটা ক্ষতিকর হবে না, নয় তো তাদের জীবন-জীবিকা অচল হয়ে পড়বে। গত বছর সাধারণ ছুটির কারণে অনেকে পেশা পরিবর্তন করেছেন। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে, বেতন কমিয়েছে। বন্ধ হয়েছে ইনক্রিমেন্ট, প্রমোশন। অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্য সুরক্ষার সরকারি নির্দেশনা যাতে শতভাগ পালিত হয় সেদিকে জোর দিয়ে দৈনন্দিন জীবন স্বাভাবিক করে দিলে তা হবে উত্তম। নাগরিকদের কেউ বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব রক্ষায় কঠোর হতে হবে। বন্ধ রাখতে হবে সব ধরনের সমাবেশ। বাজারগুলোয় ভিড় এড়ানো নিশ্চিত করা জরুরি। এটি সম্ভব হলে সংক্রমণ যেমন নিয়ন্ত্রণে আসবে, তেমন সচল থাকবে অর্থনীতি।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
জীবন-জীবিকার সংকট
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে বিপদ কাটবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর