প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদাপ্রস্তুত। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান এখন বিশ্ব পরিসরে স্বীকৃত এবং নন্দিত। ব্রিটিশ ঔপনিবেশিক এবং পাকিস্তানি দুঃশাসনাধীনে সেনাবাহিনীতে বাঙালিদের উপেক্ষার চোখে দেখা হতো। বাঙালি জাতির স্বাধীনতা স্পৃহার জন্য ব্রিটিশরা সেনাবাহিনীতে তাদের নিতে ভয় পেত। বাঙালিদের দাবিয়ে রাখতে সামরিক বাহিনীতে পাকিস্তান আমলে প্রবেশ সীমিত করা হয়েছিল। ইতিহাসের বিচারে বাঙালিরা ভারতবর্ষের যে কোনো প্রান্তের অধিবাসীদের চেয়ে বীর জাতি হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতার পর জাতিসংঘের বিশ্বশান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীরা জড়িত হয় ১৯৮৮ সালে। সময়ের বিবর্তনে বেশ কয়েকবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ মুহূর্তে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত ১২২ দেশের ৮০ হাজার ১৮৪ জন শান্তিরক্ষীর মধ্যে ৬ হাজার ৭৪২ জন বাংলাদেশের। এ সংখ্যা বিশ্বে নিয়োজিত মোট শান্তিরক্ষীর ৮ দশমিক ৪০ শতাংশ। বর্তমানে বাংলাদেশের ২৮৪ জন নারী শান্তিরক্ষী বিশ্বশান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত। বাংলাদেশের শান্তিরক্ষীরা ৪০টি দেশে ৫৫টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে আটটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত। এ ছাড়া দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে মেজর জেনারেল পদবির এবং কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও দক্ষিণ সুদানে সেক্টর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদবির কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্যরা কর্তব্যপরায়ণতা, মানবসেবা ও সাহসিকতার মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। বিদেশে তারা বাংলাদেশের দূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এ অর্জন ও সুনাম অক্ষুণ্ণ রাখতে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা যত্নবান হবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক