পারিবারিক ও সামাজিক অপরাধ ভয়াবহভাবে বাড়ছে। ভেঙে পড়ছে পারিবারিক মূল্যবোধ। সন্তানের কাছে এখন নিরাপদ নন বাবা-মা। বাবা-মায়ের কাছেও বিঘ্নিত হচ্ছে সন্তানের নিরাপত্তা। ভাইয়ের কাছে বোন কিংবা বোনের কাছে ভাইও নিরাপদ নয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ৩০ মে পর্যন্ত সারা দেশে ধর্ষণ ঘটেছে ৫০২টি। এর মধ্যে গ্যাং রেপ ৯৯টি। ধর্ষণের পর হত্যা ২২টি এবং ধর্ষণচেষ্টা ১০৪টি। স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু ৯৫টি। স্বামীর পরিবারের দ্বারা হত্যা ২৯টি। স্বামী কর্তৃক নির্যাতন ২৩টি এবং স্বামীর পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতন ৬টি। পারিবারিক অশান্তির জন্য আত্মহত্যা ৫৬টি। শ্লীলতাহানির শিকার হয়েছেন ৫২ নারী। বিশেষজ্ঞদের মতে অতিমাত্রায় দুশ্চিন্তা, মানসিক চাপ, আস্থার অভাব, অবিশ্বাস থেকেই মানসিক সমস্যার সৃষ্টি হয়। ইন্টারনেটের অযাচিত ব্যবহার এ ক্ষেত্রে বিরূপ ভূমিকা পালন করছে। শিশুদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত। একই সঙ্গে কর্তৃপক্ষের উচিত হবে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতামূলক এবং নৈতিক শিক্ষার ওপর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া। পারিবারিক বা দাম্পত্য কলহ সাম্প্রতিক সময়ে আগ্রাসী রূপ ধারণ করেছে। অতিসম্প্রতি রাজধানীর কদমতলীতে বাবা-মা ও বোনকে হত্যা করে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছেন এক গৃহবধূ। হুমকি দিয়ে বলেছেন, পুলিশ দ্রুত এসে তাকে না ধরলে তিনি তার স্বামী ও সন্তানকেও খুন করবেন। খুবই পরিকল্পিত এবং সচেতনভাবে ঘটানো হয়েছে ওই হত্যাকাÐ। গৃহবধূ তার ছোট বোনকে নিয়ে স্বামীর পরকীয়া মেনে নিতে পারেননি। এ ব্যাপারে বাবা-মার কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় মনে যে ক্ষোভ সৃষ্টি হয় তার পরিণতিতে ঘটে তিনজনের হত্যাকাÐ। রাজধানীতে সাম্প্রতিক সময়ে স্ত্রীর হাতে স্বামী, স্বামীর হাতে স্ত্রীসহ আরও অনেক হত্যাকাÐ ঘটেছে পারিবারিক কলহ ও পরকীয়াকে কেন্দ্র করে। পারিবারিক ও সামাজিক বন্ধনে ফাটল ধরাচ্ছে এ ধরনের অপরাধ। যার লাগাম টেনে ধরতে হবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন