পারিবারিক ও সামাজিক অপরাধ ভয়াবহভাবে বাড়ছে। ভেঙে পড়ছে পারিবারিক মূল্যবোধ। সন্তানের কাছে এখন নিরাপদ নন বাবা-মা। বাবা-মায়ের কাছেও বিঘ্নিত হচ্ছে সন্তানের নিরাপত্তা। ভাইয়ের কাছে বোন কিংবা বোনের কাছে ভাইও নিরাপদ নয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ৩০ মে পর্যন্ত সারা দেশে ধর্ষণ ঘটেছে ৫০২টি। এর মধ্যে গ্যাং রেপ ৯৯টি। ধর্ষণের পর হত্যা ২২টি এবং ধর্ষণচেষ্টা ১০৪টি। স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু ৯৫টি। স্বামীর পরিবারের দ্বারা হত্যা ২৯টি। স্বামী কর্তৃক নির্যাতন ২৩টি এবং স্বামীর পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতন ৬টি। পারিবারিক অশান্তির জন্য আত্মহত্যা ৫৬টি। শ্লীলতাহানির শিকার হয়েছেন ৫২ নারী। বিশেষজ্ঞদের মতে অতিমাত্রায় দুশ্চিন্তা, মানসিক চাপ, আস্থার অভাব, অবিশ্বাস থেকেই মানসিক সমস্যার সৃষ্টি হয়। ইন্টারনেটের অযাচিত ব্যবহার এ ক্ষেত্রে বিরূপ ভূমিকা পালন করছে। শিশুদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত। একই সঙ্গে কর্তৃপক্ষের উচিত হবে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতামূলক এবং নৈতিক শিক্ষার ওপর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া। পারিবারিক বা দাম্পত্য কলহ সাম্প্রতিক সময়ে আগ্রাসী রূপ ধারণ করেছে। অতিসম্প্রতি রাজধানীর কদমতলীতে বাবা-মা ও বোনকে হত্যা করে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছেন এক গৃহবধূ। হুমকি দিয়ে বলেছেন, পুলিশ দ্রুত এসে তাকে না ধরলে তিনি তার স্বামী ও সন্তানকেও খুন করবেন। খুবই পরিকল্পিত এবং সচেতনভাবে ঘটানো হয়েছে ওই হত্যাকাÐ। গৃহবধূ তার ছোট বোনকে নিয়ে স্বামীর পরকীয়া মেনে নিতে পারেননি। এ ব্যাপারে বাবা-মার কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় মনে যে ক্ষোভ সৃষ্টি হয় তার পরিণতিতে ঘটে তিনজনের হত্যাকাÐ। রাজধানীতে সাম্প্রতিক সময়ে স্ত্রীর হাতে স্বামী, স্বামীর হাতে স্ত্রীসহ আরও অনেক হত্যাকাÐ ঘটেছে পারিবারিক কলহ ও পরকীয়াকে কেন্দ্র করে। পারিবারিক ও সামাজিক বন্ধনে ফাটল ধরাচ্ছে এ ধরনের অপরাধ। যার লাগাম টেনে ধরতে হবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে।
শিরোনাম
- যে কারণে ভ্যাম্পায়ার দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
সামাজিক অপরাধ
লাগাম টেনে ধরতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর