শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ফিল্ড হাসপাতাল

মানুষ উপকৃত হবে

প্রতিদিন দেশে করোনা সংক্রমণ বাড়ছে। আইসিইউ দূরের কথা অনেক হাসপাতালে সাধারণ শয্যাও মিলছে না। রোগীর চাপ সামলাতে আগামীকাল থেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব কনভেনশন সেন্টারে চালু হচ্ছে এ ফিল্ড হাসপাতাল। প্রথম ধাপে ৩৫৭ শয্যা চালু হবে, এর মধ্যে আইসিইউ শয্যা থাকবে ৪০টি। সব শয্যাতেই সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা থাকবে। দ্বিতীয় ধাপে ৬০০ শয্যা চালু করা হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমেই বাড়ছে। ফলে চাপ বাড়ছে হাসপাতালে। আইসিইউর জন্য সরকারি হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বজনরা। মিলছে না সাধারণ শয্যাও। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথাও শয্যা ফাঁকা নেই। রোগীর চাপ সামলাতে ফিল্ড হাসপাতাল তৈরির পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। এ হাসপাতাল চালু হলে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা দেওয়া যাবে। এখানে বিএসএমএমইউ থেকে চিকিৎসক, প্রয়োজনীয়সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী দেওয়া হবে। তারা ওয়ার্ড রাউন্ডসহ সার্বিক সেবা দেবেন। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়াম, পুলিশ কনভেনশন সেন্টার, টিকাটুলীতে এফবিসিসিআইর ১৩ তলার একটি ভবনে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও গৃহীত হয়েছে। তবে ঢাকার বাইরে ফিল্ড হাসপাতালের পরিবর্তে মানসম্পন্ন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামে ফিল্ড হাসপাতালের কার্যক্রম শুরু হয় গত বছর। আধুনিক সুবিধার হাসপাতালটিতে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনাকালে সাধারণ রোগীদের দুর্দশাও বাড়ছে। করোনা পরিস্থিতির আগে বিশেষ করে বিত্তহীন মানুষ যতটুকুই চিকিৎসাসেবা পাচ্ছিল তার চরম অবনতি ঘটেছে। করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার এই ক্রান্তিলগ্নে ফিল্ড হাসপাতাল মানুষের সেবা নিশ্চিত করবে আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর