স্থানীয় সরকার মানেই জনগণের সরকার। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় সব দেশেই স্থানীয় সরকারের সঙ্গে তৃণমূল পর্যায়ের মানুষের আবেগ জড়িত। যে কারণে পশ্চিমা দেশগুলোতেও জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট পড়ে বেশি। আর বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই ভোটপাগল। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় নির্বাচনের ওপর আস্থা হারালেও স্থানীয় নির্বাচনের প্রতি তৃণমূলের আগ্রহ সে তুলনায় কমেনি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার রীতি রাজনীতির সঙ্গে জড়িত নয়, এমন সুশিক্ষিত, সমাজসেবী ও সজ্জনদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ প্রায় বন্ধ করে দিয়েছে। নির্বাচনে সমাজবিরোধীদের অংশগ্রহণ স্থানীয় নির্বাচনের অনুষঙ্গ হয়ে ওঠায় সহিংসতা অনিবার্য হয়ে উঠেছে। আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে সম্ভাব্য দুই প্রার্থীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সদর উপজেলার দক্ষিণ জগদল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন- সবুর মোল্লা, কবির মোল্লা, রহমান মোল্লা ও ইমরান মোল্লা। নিহতদের মধ্যে সবুর ও কবির আপন দুই ভাই। আর রহমান মোল্লা সবুরের চাচাতো ভাই। এলাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্মর্তব্য, জগদল ইউনিয়নের জগদল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম ও একই এলাকার মাতবর সবুর মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১১ নভেম্বর ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে সৈয়দ হাসান নামের এক ব্যক্তি সদস্যপদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সৈয়দ হাসানকে সমর্থন দেয় সবুর মোল্লার পক্ষ। স্বভাবতই নজরুল গ্রুপের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চরমে ওঠে। মাগুরার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। স্থানীয় সরকার নির্বাচনকে দুুর্বৃত্তায়নমুক্ত করতে নির্বাচনে সন্ত্রাসী ও সমাজবিরোধীদের অংশগ্রহণের পথ বন্ধ করতে হবে। নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
স্থানীয় সরকার নির্বাচন
সন্ত্রাসী ও সমাজবিরোধীদের দূরে রাখুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর