রোহিঙ্গা সন্ত্রাসীরা বাংলাদেশের জননিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ঐতিহ্যবাহী সুপ্রতিবেশীসুলভ সম্পর্কেও সংশয় সৃষ্টি করছে এ দুর্বৃত্তরা। প্রায় ১২ লাখ রোহিঙ্গার আশ্রয় লাভ বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশের ওপর হুমকি সৃষ্টি করেছে। বন-জঙ্গল-পাহাড় কেটে রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণ করতে গিয়ে দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বিস্তীর্ণ এলাকার চেহারা হতশ্রী হয়ে উঠেছে। তবে রোহিঙ্গা সন্ত্রাসীদের জন্য তা সৌভাগ্যের হাতছানি বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংসতা আর মাদক ব্যবসাকে পুঁজি করে বিলাসী-জীবন যাপন করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। উখিয়া, টেকনাফে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পগুলোর পাশের বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। সাদা চোখে কর্মহীন মনে হলেও রোহিঙ্গারাই এসব বিলাসী পণ্যের ক্রেতা। শুধু তাই নয়, ১২ বাই ১২ বর্গফুটের ঘরে বসবাসের কথা থাকলেও সন্ত্রাসীদের অনেকেই চার-পাঁচ জনের জায়গা দখল করে ঘর বানিয়েছে। শর্তানুযায়ী পাকা ঘর বানানোয় নিষেধাজ্ঞা থাকলেও এসবের ধার ধারছে না দুর্বৃত্তরা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখের সামনে এসব ঘটলেও তারা অজ্ঞাত কারণে নীরব। নিরীহ রোহিঙ্গাদের ব্যবহার করে ফায়দা লুটছে রোহিঙ্গাদের মধ্যে গড়ে ওঠা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আল মাহাজসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের সদস্যরা। মানবাধিকারের কথা বলে নেপথ্য থেকে দুর্বৃত্তদের সমর্থন জোগাচ্ছে দেশি-বিদেশি কিছু এনজিও। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দাপট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহত্তর জাতীয় স্বার্থে ক্যাম্পে থেকে সন্ত্রাসীদের উচ্ছেদের পাশাপাশি অতি দ্রুত রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি দুই দেশের অভিন্ন বন্ধু দেশগুলোর মধ্যস্থতা বাড়াতে হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
সন্ত্রাসীদের দাপট
রোহিঙ্গা ক্যাম্প থেকে ওদের উচ্ছেদ করুন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর