বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সন্ত্রাসীদের দাপট

রোহিঙ্গা ক্যাম্প থেকে ওদের উচ্ছেদ করুন

রোহিঙ্গা সন্ত্রাসীরা বাংলাদেশের জননিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ঐতিহ্যবাহী সুপ্রতিবেশীসুলভ সম্পর্কেও সংশয় সৃষ্টি করছে এ দুর্বৃত্তরা। প্রায় ১২ লাখ রোহিঙ্গার আশ্রয় লাভ বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশের ওপর হুমকি সৃষ্টি করেছে। বন-জঙ্গল-পাহাড় কেটে রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণ করতে গিয়ে দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বিস্তীর্ণ এলাকার চেহারা হতশ্রী হয়ে উঠেছে। তবে রোহিঙ্গা সন্ত্রাসীদের জন্য তা সৌভাগ্যের হাতছানি বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংসতা আর মাদক ব্যবসাকে পুঁজি করে বিলাসী-জীবন যাপন করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। উখিয়া, টেকনাফে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পগুলোর পাশের বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। সাদা চোখে কর্মহীন মনে হলেও রোহিঙ্গারাই এসব বিলাসী পণ্যের ক্রেতা। শুধু তাই নয়, ১২ বাই ১২ বর্গফুটের ঘরে বসবাসের কথা থাকলেও সন্ত্রাসীদের অনেকেই চার-পাঁচ জনের জায়গা দখল করে ঘর বানিয়েছে। শর্তানুযায়ী পাকা ঘর বানানোয় নিষেধাজ্ঞা থাকলেও এসবের ধার ধারছে না দুর্বৃত্তরা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখের সামনে এসব ঘটলেও তারা অজ্ঞাত কারণে নীরব। নিরীহ রোহিঙ্গাদের ব্যবহার করে ফায়দা লুটছে রোহিঙ্গাদের মধ্যে গড়ে ওঠা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আল মাহাজসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের সদস্যরা। মানবাধিকারের কথা বলে নেপথ্য থেকে দুর্বৃত্তদের সমর্থন জোগাচ্ছে দেশি-বিদেশি কিছু এনজিও। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দাপট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহত্তর জাতীয় স্বার্থে ক্যাম্পে থেকে সন্ত্রাসীদের উচ্ছেদের পাশাপাশি অতি দ্রুত রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি দুই দেশের অভিন্ন বন্ধু দেশগুলোর মধ্যস্থতা বাড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর