ইউনিয়ন পরিষদের ভোটযুদ্ধে বিধি লঙ্ঘন নিয়ে শেষ পর্যন্ত সর্বংসহ নির্বাচন কমিশনও (ইসি) মাথা ব্যথায় ভুগছে। আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কর্মকর্তাদের তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের সঙ্গে ইসির বৈঠকে। আইনশৃঙ্খলা রক্ষায়ও নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে- নির্বাচন ভবনে আয়োজিত বিভাগীয় কমিশনারদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিভিন্ন দেশে নির্বাচনের সময় সহিংসতা হয়। বাংলাদেশেও এটা হয়। সব ঘটনা নির্বাচনের কারণে ঘটছে না। পূর্বশত্রুতার জেরেও ঘটছে। কিন্তু এর মধ্যে থেকেই একটি ভালো নির্বাচনের প্রচেষ্টা চালাতে হবে। বৈঠকে একজন নির্বাচন কমিশনার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার প্রসঙ্গ তোলেন। একাধিক বিভাগীয় কমিশনার বলেছেন, এমপিদের এমন ঘটনা নজরে আসার পর তাদের সতর্ক করা হয়েছে। এরপর ঘটনার পুনরাবৃত্তি হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে নির্বাচন কমিশনই যে এককভাবে দায়ী তা বলার অবকাশ নেই। নির্বাচন পরিচালনার দায় নির্বাচন কমিশনের। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় তারা নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দল বা ব্যক্তিবর্গ নির্বাচনে যাতে প্রতিপক্ষ অনিয়মের আশ্রয় না নিতে পারেন সে ব্যাপারে তীক্ষè দৃষ্টি রাখেন। এ ক্ষেত্রে তারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন। কিন্তু দেশে কার্যকর বিরোধী দল না থাকায় জাতীয় নির্বাচনে ভ্যানগার্ডদের ভূমিকা ছিল অনুপস্থিত। স্থানীয় নির্বাচনেও দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী পক্ষের অনুপস্থিতি অন্তর্দলীয় কোন্দল ও হানাহানিতে ইন্ধন জুগিয়েছে। শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তা যাতে এড়ানো যায় সে ব্যাপারে ইসি শুধু নয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক থাকতে হবে। বৃহত্তর জাতীয় স্বার্থেই নির্বাচনব্যবস্থার ওপর গণমানুষের আস্থা থাকা জরুরি।
শিরোনাম
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
ইউনিয়ন পরিষদ
নির্বাচনবিধি লঙ্ঘন প্রত্যাশিত নয়
প্রিন্ট ভার্সন
