ইউনিয়ন পরিষদের ভোটযুদ্ধে বিধি লঙ্ঘন নিয়ে শেষ পর্যন্ত সর্বংসহ নির্বাচন কমিশনও (ইসি) মাথা ব্যথায় ভুগছে। আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কর্মকর্তাদের তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের সঙ্গে ইসির বৈঠকে। আইনশৃঙ্খলা রক্ষায়ও নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে- নির্বাচন ভবনে আয়োজিত বিভাগীয় কমিশনারদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিভিন্ন দেশে নির্বাচনের সময় সহিংসতা হয়। বাংলাদেশেও এটা হয়। সব ঘটনা নির্বাচনের কারণে ঘটছে না। পূর্বশত্রুতার জেরেও ঘটছে। কিন্তু এর মধ্যে থেকেই একটি ভালো নির্বাচনের প্রচেষ্টা চালাতে হবে। বৈঠকে একজন নির্বাচন কমিশনার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার প্রসঙ্গ তোলেন। একাধিক বিভাগীয় কমিশনার বলেছেন, এমপিদের এমন ঘটনা নজরে আসার পর তাদের সতর্ক করা হয়েছে। এরপর ঘটনার পুনরাবৃত্তি হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে নির্বাচন কমিশনই যে এককভাবে দায়ী তা বলার অবকাশ নেই। নির্বাচন পরিচালনার দায় নির্বাচন কমিশনের। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় তারা নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দল বা ব্যক্তিবর্গ নির্বাচনে যাতে প্রতিপক্ষ অনিয়মের আশ্রয় না নিতে পারেন সে ব্যাপারে তীক্ষè দৃষ্টি রাখেন। এ ক্ষেত্রে তারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন। কিন্তু দেশে কার্যকর বিরোধী দল না থাকায় জাতীয় নির্বাচনে ভ্যানগার্ডদের ভূমিকা ছিল অনুপস্থিত। স্থানীয় নির্বাচনেও দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী পক্ষের অনুপস্থিতি অন্তর্দলীয় কোন্দল ও হানাহানিতে ইন্ধন জুগিয়েছে। শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তা যাতে এড়ানো যায় সে ব্যাপারে ইসি শুধু নয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক থাকতে হবে। বৃহত্তর জাতীয় স্বার্থেই নির্বাচনব্যবস্থার ওপর গণমানুষের আস্থা থাকা জরুরি।
শিরোনাম
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ
নির্বাচনবিধি লঙ্ঘন প্রত্যাশিত নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর