শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম

ভোক্তাদের স্বার্থ দেখার কেউ নেই

দেশে হুট করে দফায় দফায় বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বেড়েছে পিঁয়াজ, মাছ, মাংস, ডাল, তেল, চিনি, ডিম, আটা ও এলপি গ্যাসের দাম। এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। উদাসীন বাজারব্যবস্থা ও অব্যবস্থাপনার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলেও আয় বাড়ছে না সাধারণ মানুষের। যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিপণনকারী কোম্পানিগুলো আটার ২ কেজির প্যাকেটের নতুন দাম নির্ধারণ করেছে ১০৮ থেকে ১১৫ টাকা, যা আগের চেয়ে ১২ থেকে ১৭ টাকা বেশি। দেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল। এর পরই রয়েছে আটা-ময়দা। এ খাদ্যপণ্যের দাম নিয়মিত বাড়ছে। কোম্পানিগুলো আটার দাম বাড়াল দেশে গমের দাম বেড়ে যাওয়ার পর। বানরুটি, বিস্কুটের দামও বাড়তি, বিপাকে শ্রমজীবী মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশ দুটি থেকে গম আমদানি বন্ধ রয়েছে। দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন গমের চাহিদা আছে। এর প্রায় ৬৫ লাখ টন আমদানি হয়। বাজারে ফার্মের মুরগির লাল ডিমের ডজন পাওয়া যেত ৯০ টাকায় এখন ১২৫ থেকে ১৩০ টাকা। বোরো ধানের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। কিছুতেই কাটছে না এ অস্থিরতা। হুহু করে বাড়ছে সব ধরনের চালের দাম। এক মাসের কম সময়ে চালের দাম পাঁচ দফায় কেজিপ্রতি অন্তত ৫ টাকা বেড়েছে।

ডাল, তেল, চিনিসহ প্রায় সব খাদ্য এবং সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য পণ্যের দাম বেড়েছে। সরকার টিসিবির পণ্য সুলভ মূল্যে কিনতে ‘ফ্যামিলি কার্ড’ দিচ্ছে নিম্ন আয়ের মানুষকে।

এখন মধ্যম আয়ের মানুষও চাপে পড়েছে। তাদের কিছুই করার থাকছে না। ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর