ধনী ও উন্নত দেশগুলোর অনুদার মনোভাবের শিকার হচ্ছে গরিব ও স্বল্পোন্নত দেশগুলো। বিশ্ববাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোকে প্রাপ্য সুবিধা দিতে নারাজ কায়েমি স্বার্থের প্রতিভূরা। রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দানা বেঁধে উঠেছে। এমন একসময় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রিপর্যায়ের বৈঠকেও সংকট উত্তরণে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বদলে ধনী দেশগুলো ছাড় না দেওয়ার অবিবেচনাপ্রসূত চর্চাকে প্রাধান্য দিয়েছে। আর এ কারণেই বাংলাদেশের মতো দেশগুলো অনুদার মনোভাবের শিকার হতে পারে আগামীতে এমন আশঙ্কায় ভুগছে। কারণ এর ফলে বাংলাদেশ প্রায় ৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় হারাবে। বিশ্ববাণিজ্য সংস্থার এবারের সম্মেলনের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল গভীর সমুদ্রে অবাধে মাছ শিকারে ভর্তুকি বন্ধ, কৃষিতে ভর্তুকি কমানো, এলডিসি থেকে উত্তরণের পর সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য সুবিধা বহাল রাখা ইত্যাদি। এসব দাবির কোনোটাই পুরোপুরি পূরণ হয়নি। তবে করোনা-পরবর্তী ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর আর্থিক ও বাণিজ্য সুবিধা বহাল রাখা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এক দেশ থেকে অন্য দেশে খাদ্য চলাচলে বাধা না দেওয়া- এসব ইস্যুতে উন্নত দেশগুলোর সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর আলোচনা হয়েছে। ইস্যুগুলোর মীমাংসার জন্য সম্মেলনের সময় এক দিন বাড়িয়েছে ডব্লিউটিও। তার পরও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অমীমাংসিত রেখেই শেষ হতে পারে সম্মেলন। সম্মেলনের শুরু থেকে এলডিসিভুক্ত দেশগুলোর যেসব দাবি ছিল সেগুলো থেকে অনেকটাই সরে আসতে বাধ্য হয়েছে কোনো কোনো দেশ। উন্নত দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, যারা ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে এবং যেসব দেশ ইতোমধ্যে উত্তরণ করেছে তাদের টেকসই উন্নয়ন ধরে রাখার ব্যাপারে সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে ডব্লিউটিও মতবিনিময় প্রক্রিয়া অব্যাহত রেখেছে। আমরা আশা করব, বিশ্বের শান্তি- স্থিতিশীলতার স্বার্থে ধনী দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থের দিকে নজর দেবে। এসব দেশের মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সহায়তা করবে।
শিরোনাম
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি : ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়