ধনী ও উন্নত দেশগুলোর অনুদার মনোভাবের শিকার হচ্ছে গরিব ও স্বল্পোন্নত দেশগুলো। বিশ্ববাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোকে প্রাপ্য সুবিধা দিতে নারাজ কায়েমি স্বার্থের প্রতিভূরা। রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দানা বেঁধে উঠেছে। এমন একসময় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রিপর্যায়ের বৈঠকেও সংকট উত্তরণে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বদলে ধনী দেশগুলো ছাড় না দেওয়ার অবিবেচনাপ্রসূত চর্চাকে প্রাধান্য দিয়েছে। আর এ কারণেই বাংলাদেশের মতো দেশগুলো অনুদার মনোভাবের শিকার হতে পারে আগামীতে এমন আশঙ্কায় ভুগছে। কারণ এর ফলে বাংলাদেশ প্রায় ৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় হারাবে। বিশ্ববাণিজ্য সংস্থার এবারের সম্মেলনের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল গভীর সমুদ্রে অবাধে মাছ শিকারে ভর্তুকি বন্ধ, কৃষিতে ভর্তুকি কমানো, এলডিসি থেকে উত্তরণের পর সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য সুবিধা বহাল রাখা ইত্যাদি। এসব দাবির কোনোটাই পুরোপুরি পূরণ হয়নি। তবে করোনা-পরবর্তী ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর আর্থিক ও বাণিজ্য সুবিধা বহাল রাখা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এক দেশ থেকে অন্য দেশে খাদ্য চলাচলে বাধা না দেওয়া- এসব ইস্যুতে উন্নত দেশগুলোর সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর আলোচনা হয়েছে। ইস্যুগুলোর মীমাংসার জন্য সম্মেলনের সময় এক দিন বাড়িয়েছে ডব্লিউটিও। তার পরও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অমীমাংসিত রেখেই শেষ হতে পারে সম্মেলন। সম্মেলনের শুরু থেকে এলডিসিভুক্ত দেশগুলোর যেসব দাবি ছিল সেগুলো থেকে অনেকটাই সরে আসতে বাধ্য হয়েছে কোনো কোনো দেশ। উন্নত দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, যারা ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে এবং যেসব দেশ ইতোমধ্যে উত্তরণ করেছে তাদের টেকসই উন্নয়ন ধরে রাখার ব্যাপারে সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে ডব্লিউটিও মতবিনিময় প্রক্রিয়া অব্যাহত রেখেছে। আমরা আশা করব, বিশ্বের শান্তি- স্থিতিশীলতার স্বার্থে ধনী দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থের দিকে নজর দেবে। এসব দেশের মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সহায়তা করবে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বিশ্ববাণিজ্য
স্বল্পোন্নতদের স্বার্থ সুরক্ষা জরুরি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর