বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

শিক্ষক খুন

শিক্ষার্থী নামধারী বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য

আশুলিয়ায় ইভ টিজিংয়ে বারণ করায় আশরাফুল আহসান জিতু নামে এক বখাটে ছাত্র ক্রিকেটের স্টাম্প দিয়ে উৎপল কুমার সরকার নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দুর্বিনীত ওই ছাত্র পরিকল্পিতভাবে শিক্ষকের ওপর হামলা চালায়। আহত শিক্ষক সোমবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ঘটনা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা খুনি শিক্ষার্থীকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি তুলেছেন। এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।

জিতু স্থানীয়ভাবে বখাটে ও মাস্তান হিসেবে পরিচিত। নিহতের ভাই অসীম কুমার সরকার বলেছেন, ‘প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন মেয়েদের ইভ টিজিংসহ নানা শৃঙ্খলা ভঙ্গের কারণে শাসন করায় ওই ছাত্র পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছে। তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এর উপযুক্ত বিচার চান। তিনি বাদী হয়ে যে মামলা করেছেন তাতে অভিযুক্ত শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষের ভাষ্য, প্রতি বছর তাঁরা ছেলেদের ফুটবল ও মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। শনিবার যখন মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা চলছিল তখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছেলেরা খেলা দেখছিল। তাদের সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থী জিতুও ছিল। ওই সময় শিক্ষক উৎপল ছিলেন মাঠের এক পাশে। হঠাৎ জিতু ওপর থেকে নেমে প্রকাশ্যে শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। নিহত শিক্ষক শিক্ষা-প্রতিষ্ঠানটির শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। ছাত্রদের আচরণগত সমস্যার জন্য তিনি কাউন্সেলিংও করতেন। অপরাধমূলক কর্মকান্ডের বিচারও করতেন। যা তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।

পুলিশ জিতুকে গ্রেফতার করেছে। অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন ছাত্র-শিক্ষকসহ আশুলিয়াবাসী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর