মানব পাচারের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই পরিচিতি কিছু বিবেকহীন অসৎ মানুষের সমৃদ্ধি নিশ্চিত করলেও দেশের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। মানব পাচার এক জঘন্য অপরাধ। কিন্তু বাংলাদেশে এ ধরনের অপরাধীরা মাত্র কিছুদিন আগেও অবাধে তাদের তৎপরতা চালাত। মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হওয়ার পর তারা কৌশল পাল্টিয়ে অনলাইনকে তাদের শিকার ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করছে। শনিবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশনের ‘কাউন্টার ট্রাফিকিং ইন পার্সনস টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় মানব পাচার প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরামর্শ সভায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অংশীদার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ পাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে সরকার। স্মর্তব্য, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং ইন পারসনস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মানব পাচার দমন ও প্রতিরোধে অনেক ভালো উদ্যোগ নিয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ বিদেশ যান। যাদের মধ্যে অনেকেই পাচারকারীদের লক্ষ্যবস্তু হন। কোনো কোনো অভিবাসী ঋণ, জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, জোরপূর্বক বিয়ে এবং আধুনিক দাসত্বের শিকার হন। বর্তমানে পাচারকারীরা পরিচয় গোপন রেখে অল্প খরচে যোগাযোগ করতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। মানব পাচারের কারণে প্রতি বছর শতাধিক ব্যক্তি প্রাণ হারাচ্ছে। পাচারকারীরা বিদেশের রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করছে তাদের শিকারদের। বিপুল পরিমাণ অর্থ বাগিয়ে ঝুঁকিপূর্ণ পথে তাদের ইউরোপ এবং অন্যান্য টার্গেট দেশে পাঠিয়ে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অনেক সময় হতভাগ্যদের জিম্মি করে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ অপরাধ দমনে সরকারকে কঠোর হতে হবে।
শিরোনাম
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
- ‘রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়’
- উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা ‘আপাতত’ নয়
- ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
মানব পাচার
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর