মানব পাচারের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই পরিচিতি কিছু বিবেকহীন অসৎ মানুষের সমৃদ্ধি নিশ্চিত করলেও দেশের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। মানব পাচার এক জঘন্য অপরাধ। কিন্তু বাংলাদেশে এ ধরনের অপরাধীরা মাত্র কিছুদিন আগেও অবাধে তাদের তৎপরতা চালাত। মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হওয়ার পর তারা কৌশল পাল্টিয়ে অনলাইনকে তাদের শিকার ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করছে। শনিবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশনের ‘কাউন্টার ট্রাফিকিং ইন পার্সনস টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় মানব পাচার প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরামর্শ সভায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অংশীদার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ পাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে সরকার। স্মর্তব্য, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং ইন পারসনস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মানব পাচার দমন ও প্রতিরোধে অনেক ভালো উদ্যোগ নিয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ বিদেশ যান। যাদের মধ্যে অনেকেই পাচারকারীদের লক্ষ্যবস্তু হন। কোনো কোনো অভিবাসী ঋণ, জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, জোরপূর্বক বিয়ে এবং আধুনিক দাসত্বের শিকার হন। বর্তমানে পাচারকারীরা পরিচয় গোপন রেখে অল্প খরচে যোগাযোগ করতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। মানব পাচারের কারণে প্রতি বছর শতাধিক ব্যক্তি প্রাণ হারাচ্ছে। পাচারকারীরা বিদেশের রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করছে তাদের শিকারদের। বিপুল পরিমাণ অর্থ বাগিয়ে ঝুঁকিপূর্ণ পথে তাদের ইউরোপ এবং অন্যান্য টার্গেট দেশে পাঠিয়ে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অনেক সময় হতভাগ্যদের জিম্মি করে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ অপরাধ দমনে সরকারকে কঠোর হতে হবে।
শিরোনাম
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
মানব পাচার
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর