মানব পাচারের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই পরিচিতি কিছু বিবেকহীন অসৎ মানুষের সমৃদ্ধি নিশ্চিত করলেও দেশের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। মানব পাচার এক জঘন্য অপরাধ। কিন্তু বাংলাদেশে এ ধরনের অপরাধীরা মাত্র কিছুদিন আগেও অবাধে তাদের তৎপরতা চালাত। মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হওয়ার পর তারা কৌশল পাল্টিয়ে অনলাইনকে তাদের শিকার ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করছে। শনিবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশনের ‘কাউন্টার ট্রাফিকিং ইন পার্সনস টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় মানব পাচার প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরামর্শ সভায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অংশীদার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ পাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে সরকার। স্মর্তব্য, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং ইন পারসনস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মানব পাচার দমন ও প্রতিরোধে অনেক ভালো উদ্যোগ নিয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ বিদেশ যান। যাদের মধ্যে অনেকেই পাচারকারীদের লক্ষ্যবস্তু হন। কোনো কোনো অভিবাসী ঋণ, জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, জোরপূর্বক বিয়ে এবং আধুনিক দাসত্বের শিকার হন। বর্তমানে পাচারকারীরা পরিচয় গোপন রেখে অল্প খরচে যোগাযোগ করতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। মানব পাচারের কারণে প্রতি বছর শতাধিক ব্যক্তি প্রাণ হারাচ্ছে। পাচারকারীরা বিদেশের রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করছে তাদের শিকারদের। বিপুল পরিমাণ অর্থ বাগিয়ে ঝুঁকিপূর্ণ পথে তাদের ইউরোপ এবং অন্যান্য টার্গেট দেশে পাঠিয়ে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অনেক সময় হতভাগ্যদের জিম্মি করে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ অপরাধ দমনে সরকারকে কঠোর হতে হবে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০