জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়াও যে বাড়বে সে জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন বাসযাত্রীরা। তবে লাগামহীন বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা সাধারণ যাত্রীদের ক্ষোভ বাড়াচ্ছে। ফলশ্রুতিতে রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে মাত্রাতিরিক্ত বেশি ভাড়া আদায়ের কারণে। শনিবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও রবিবার বাসে মূল্য বৃদ্ধির তালিকা টানানো হয়নি। এ সুযোগে ইচ্ছামতো ভাড়া আদায় করেছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে রাজধানীর বেশির ভাগ গণপরিবহনে চালক ও কন্ডাক্টরের সঙ্গে যাত্রীদের বাগ্বিতন্ডা হয়েছে। একই অবস্থা চলছে চট্টগ্রামসহ অন্য মহানগর ও জেলাশহরগুলোতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী সিটি সার্ভিসে কিলোমিটারে যাত্রী প্রতি ৩৫ পয়সা আর দূরপাল্লায় ৪০ পয়সা বাড়ানো হয়েছে। রবিবার থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত শনিবার রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে রবিবার ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার স্থলে ২ টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রী প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ছাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা করা হয়েছে। বাস মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার চেয়ে বেশি ভাড়া আদায়ের চেষ্টা করায় গত রবিবার ও সোমবার বাসযাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বচসা চলেছে দেশজুড়ে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের কসরত পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা তৈরি করছে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকায় এমনিতেই সংকট ঘনীভূত হয়েছে। বাস বাড়ার নৈরাজ্য বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
বাস ভাড়ায় নৈরাজ্য
বেশি ভাড়া আদায় রোধ করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর