জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়াও যে বাড়বে সে জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন বাসযাত্রীরা। তবে লাগামহীন বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা সাধারণ যাত্রীদের ক্ষোভ বাড়াচ্ছে। ফলশ্রুতিতে রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে মাত্রাতিরিক্ত বেশি ভাড়া আদায়ের কারণে। শনিবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও রবিবার বাসে মূল্য বৃদ্ধির তালিকা টানানো হয়নি। এ সুযোগে ইচ্ছামতো ভাড়া আদায় করেছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে রাজধানীর বেশির ভাগ গণপরিবহনে চালক ও কন্ডাক্টরের সঙ্গে যাত্রীদের বাগ্বিতন্ডা হয়েছে। একই অবস্থা চলছে চট্টগ্রামসহ অন্য মহানগর ও জেলাশহরগুলোতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী সিটি সার্ভিসে কিলোমিটারে যাত্রী প্রতি ৩৫ পয়সা আর দূরপাল্লায় ৪০ পয়সা বাড়ানো হয়েছে। রবিবার থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত শনিবার রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে রবিবার ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার স্থলে ২ টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রী প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ছাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা করা হয়েছে। বাস মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার চেয়ে বেশি ভাড়া আদায়ের চেষ্টা করায় গত রবিবার ও সোমবার বাসযাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বচসা চলেছে দেশজুড়ে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের কসরত পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা তৈরি করছে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকায় এমনিতেই সংকট ঘনীভূত হয়েছে। বাস বাড়ার নৈরাজ্য বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ