দেশের অর্থনীতির জন্য বিসংবাদ ডেকে আনছে টাকার বিপরীতে ডলারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি। মুদ্রার বাজার তার নিজস্ব নিয়মে চলবে এমনটিই প্রত্যাশিত। কিন্তু বাংলাদেশের রপ্তানি আয় যখন ঊর্ধ্বমুখী, রেমিট্যান্স যখন সন্তোষজনক, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন নিরাপদ অবস্থানে তখন টাকার বিপরীতে প্রধান বৈদেশিক মুদ্রা ডলারের মূল্য বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণের পরও ডলার কারসাজি চক্র আরও সংঘবদ্ধভাবে কার্যক্রম চালাচ্ছে। খোলাবাজারের কারসাজি চক্রের সঙ্গে যোগ হয়েছে বেশ কিছু ব্যাংক। চরম অস্থির বাজারে ডলারের দর বুধবার রেকর্ড ১১৯ টাকায় পৌঁছেছে। কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যবস্থা নেওয়ার পরও বেপরোয়া মনোভাবের চক্রান্তকারীরা তৎপরতা অব্যাহত রেখেছে। ফলে ফের হুন্ডি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ডলার পাচারকারী চক্র তৎপর হয়ে উঠেছে। চক্রের কারসাজির কারণে ব্যাংকে চাহিদামতো ডলার না পেয়ে ব্যবসায়ীরা এলসি খুলতে গিয়ে বিপাকে পড়ছেন। বেশি দাম দিয়ে খোলাবাজার থেকে ডলার কিনতে বাধ্য হচ্ছেন তারা। ব্যবসায়ীদের অভিমত, ডলার নিয়ে কারসাজিতে জড়িত গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বাজার স্থিতিশীল হবে না। আমদানিনির্ভর শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এড়াতে চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইর পক্ষ থেকে। ব্যবসায়ী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ব্যাংকগুলোকে ডলার বা বৈদেশিক মুদ্রার ব্যবসা করতে দেওয়া হয়েছে, কিন্তু তারা ব্যবসার নামে যে মুনাফাখোরি কর্মকান্ড চালাচ্ছে তা মেনে নেওয়া যায় না। ডলার সংকটের ইতি ঘটাতে হলে ব্যাংকগুলোর কারসাজি বন্ধ করতে হবে। একই সঙ্গে বিদেশে অর্থ পাচারের ফাঁকফোকর বন্ধ করাও জরুরি। বৈদেশিক মুদ্রা যাতে কোনো অপখাতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে বিলাসী পণ্যের আমদানি শূন্য পর্যায়ে আনতে হবে। যেভাবেই হোক টাকার বিপরীতে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ডলার কারসাজি
অপচক্রের হোতাদের নিরস্ত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর