ঐতিহ্যগতভাবে ব্রিটেনের মানুষ ধর্মীয় উদারতায় বিশ্বাস করে। ব্রিটিশরা একসময় দুনিয়ার বৃহদাংশে নিজেদের শাসন কায়েম করলেও কোথাও ধর্ম প্রচারে উৎসাহ দেখায়নি। ব্রিটেনের নতুন রাজা চার্লস চার্চ অব ইংল্যান্ডের সুপ্রিম গভর্নর হওয়া সত্ত্বেও ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল। সব ধর্মের মানুষের সহাবস্থানেও বিশ্বাসী তিনি। রাজা চার্লস একাধিকবার ইসলাম ধর্মের প্রশংসা করেছেন। এ ধর্ম এবং এর অনুসারীদেরও। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লস মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে পড়াশোনা করেছেন এবং মুসলিম নেতাদের কাছে আরবিতে তিনি চিঠিও লিখেছেন। রবার্ট জবসনের লেখা ‘চার্লস অ্যাট সেভেন্টি’ বইতে বিষয়টি উঠে এসেছে। ২০১০ সালে অক্সফোর্ডের ইসলামিক স্টাডিজ সেন্টারে পরিবেশ ইস্যুতে চার্লস বলেন, ইসলাম অনুযায়ী প্রকৃতির প্রাচুর্যের সীমা আছে। আর তাই মুসলিমদের সীমালঙ্ঘন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০০৫ সালে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করেছিল ডেনমার্কের একটি কার্টুন ম্যাগাজিন। ওই ঘটনার নিন্দা জানিয়ে চার্লস বলেছিলেন, সবার উচিত অন্যের বিশ্বাসকে সম্মান জানানো। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় সে সময়ের ক্রাউন প্রিন্স চার্লস বলেছিলেন, একটি সভ্য সমাজের বৈশিষ্ট্য হচ্ছে এটি তার সংখ্যালঘু ও অপরিচিতদের সম্মানের চোখে দেখে। অন্যের চোখে যা পবিত্র এবং মূল্যবান তা সম্মান করতে না পারলে সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। মুসলিমদের কাছে রমজান পবিত্র মাস বলে বিবেচিত হয়। এ মাসের রোজা রাখার নিয়ম রয়েছে মুসলিমদের জন্য। এ মাস নিয়ে চার্লস একবার বলেছিলেন, বিশ্বের সবার উচিত রমজানের চেতনা থেকে শিক্ষা নেওয়া। এ মাস যে উদারতা শেখায় শুধু তাই না, এ মাস মানুষকে ত্যাগ, কৃতজ্ঞতা এবং একত্রিত হতে উৎসাহিত করে। রাজা চার্লস দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বকে পশ্চিমাদের কাছে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে। তাঁর মতে, পশ্চিমা বিশ্ব ইসলামী বিশ্বের কাছে অনেক দিক থেকে ঋণী। ১৯৯৩ সালে তিনি বলেছিলেন, পশ্চিমা বিশ্ব শুধু ইসলাম সম্পর্কে ভুলই বোঝে তা নয়, তারা সভ্যতা ও সংস্কৃতিতে তাদের অবদানের কথাও ভুলে যায়। রাজা চার্লস বলেন, ইসলাম ধর্মকে ‘সন্ত্রাসবাদ’ দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়।
শিরোনাম
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি
ইসলামের প্রতি শ্রদ্ধাশীল রাজা চার্লস
মাজহারুল ইসলাম
প্রিন্ট ভার্সন
