ঐতিহ্যগতভাবে ব্রিটেনের মানুষ ধর্মীয় উদারতায় বিশ্বাস করে। ব্রিটিশরা একসময় দুনিয়ার বৃহদাংশে নিজেদের শাসন কায়েম করলেও কোথাও ধর্ম প্রচারে উৎসাহ দেখায়নি। ব্রিটেনের নতুন রাজা চার্লস চার্চ অব ইংল্যান্ডের সুপ্রিম গভর্নর হওয়া সত্ত্বেও ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল। সব ধর্মের মানুষের সহাবস্থানেও বিশ্বাসী তিনি। রাজা চার্লস একাধিকবার ইসলাম ধর্মের প্রশংসা করেছেন। এ ধর্ম এবং এর অনুসারীদেরও। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লস মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে পড়াশোনা করেছেন এবং মুসলিম
নেতাদের কাছে আরবিতে তিনি চিঠিও লিখেছেন। রবার্ট জবসনের লেখা ‘চার্লস অ্যাট সেভেন্টি’ বইতে বিষয়টি উঠে এসেছে। ২০১০ সালে অক্সফোর্ডের ইসলামিক স্টাডিজ সেন্টারে পরিবেশ ইস্যুতে চার্লস বলেন, ইসলাম অনুযায়ী প্রকৃতির প্রাচুর্যের সীমা আছে। আর তাই মুসলিমদের সীমালঙ্ঘন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০০৫ সালে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করেছিল ডেনমার্কের একটি কার্টুন ম্যাগাজিন। ওই ঘটনার নিন্দা জানিয়ে চার্লস বলেছিলেন, সবার উচিত অন্যের বিশ্বাসকে সম্মান জানানো। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় সে সময়ের ক্রাউন প্রিন্স চার্লস বলেছিলেন, একটি সভ্য সমাজের বৈশিষ্ট্য হচ্ছে এটি তার সংখ্যালঘু ও অপরিচিতদের সম্মানের চোখে দেখে। অন্যের চোখে যা পবিত্র এবং মূল্যবান তা সম্মান করতে না পারলে সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। মুসলিমদের কাছে রমজান পবিত্র মাস বলে বিবেচিত হয়। এ মাসের রোজা রাখার নিয়ম রয়েছে মুসলিমদের জন্য। এ মাস নিয়ে চার্লস একবার বলেছিলেন, বিশ্বের সবার উচিত রমজানের চেতনা থেকে শিক্ষা নেওয়া। এ মাস যে উদারতা শেখায় শুধু তাই না, এ মাস মানুষকে ত্যাগ, কৃতজ্ঞতা এবং একত্রিত হতে উৎসাহিত করে। রাজা চার্লস দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বকে পশ্চিমাদের কাছে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে। তাঁর মতে, পশ্চিমা বিশ্ব ইসলামী বিশ্বের কাছে অনেক দিক থেকে ঋণী। ১৯৯৩ সালে তিনি বলেছিলেন, পশ্চিমা বিশ্ব শুধু ইসলাম সম্পর্কে ভুলই বোঝে তা নয়, তারা সভ্যতা ও সংস্কৃতিতে তাদের অবদানের কথাও ভুলে যায়। রাজা চার্লস বলেন, ইসলাম ধর্মকে ‘সন্ত্রাসবাদ’ দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ইসলামের প্রতি শ্রদ্ধাশীল রাজা চার্লস
মাজহারুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর