ঐতিহ্যগতভাবে ব্রিটেনের মানুষ ধর্মীয় উদারতায় বিশ্বাস করে। ব্রিটিশরা একসময় দুনিয়ার বৃহদাংশে নিজেদের শাসন কায়েম করলেও কোথাও ধর্ম প্রচারে উৎসাহ দেখায়নি। ব্রিটেনের নতুন রাজা চার্লস চার্চ অব ইংল্যান্ডের সুপ্রিম গভর্নর হওয়া সত্ত্বেও ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল। সব ধর্মের মানুষের সহাবস্থানেও বিশ্বাসী তিনি। রাজা চার্লস একাধিকবার ইসলাম ধর্মের প্রশংসা করেছেন। এ ধর্ম এবং এর অনুসারীদেরও। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লস মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে পড়াশোনা করেছেন এবং মুসলিম
নেতাদের কাছে আরবিতে তিনি চিঠিও লিখেছেন। রবার্ট জবসনের লেখা ‘চার্লস অ্যাট সেভেন্টি’ বইতে বিষয়টি উঠে এসেছে। ২০১০ সালে অক্সফোর্ডের ইসলামিক স্টাডিজ সেন্টারে পরিবেশ ইস্যুতে চার্লস বলেন, ইসলাম অনুযায়ী প্রকৃতির প্রাচুর্যের সীমা আছে। আর তাই মুসলিমদের সীমালঙ্ঘন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০০৫ সালে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করেছিল ডেনমার্কের একটি কার্টুন ম্যাগাজিন। ওই ঘটনার নিন্দা জানিয়ে চার্লস বলেছিলেন, সবার উচিত অন্যের বিশ্বাসকে সম্মান জানানো। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় সে সময়ের ক্রাউন প্রিন্স চার্লস বলেছিলেন, একটি সভ্য সমাজের বৈশিষ্ট্য হচ্ছে এটি তার সংখ্যালঘু ও অপরিচিতদের সম্মানের চোখে দেখে। অন্যের চোখে যা পবিত্র এবং মূল্যবান তা সম্মান করতে না পারলে সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। মুসলিমদের কাছে রমজান পবিত্র মাস বলে বিবেচিত হয়। এ মাসের রোজা রাখার নিয়ম রয়েছে মুসলিমদের জন্য। এ মাস নিয়ে চার্লস একবার বলেছিলেন, বিশ্বের সবার উচিত রমজানের চেতনা থেকে শিক্ষা নেওয়া। এ মাস যে উদারতা শেখায় শুধু তাই না, এ মাস মানুষকে ত্যাগ, কৃতজ্ঞতা এবং একত্রিত হতে উৎসাহিত করে। রাজা চার্লস দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বকে পশ্চিমাদের কাছে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে। তাঁর মতে, পশ্চিমা বিশ্ব ইসলামী বিশ্বের কাছে অনেক দিক থেকে ঋণী। ১৯৯৩ সালে তিনি বলেছিলেন, পশ্চিমা বিশ্ব শুধু ইসলাম সম্পর্কে ভুলই বোঝে তা নয়, তারা সভ্যতা ও সংস্কৃতিতে তাদের অবদানের কথাও ভুলে যায়। রাজা চার্লস বলেন, ইসলাম ধর্মকে ‘সন্ত্রাসবাদ’ দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
ইসলামের প্রতি শ্রদ্ধাশীল রাজা চার্লস
মাজহারুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর