শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বৈশ্বিক খাদ্য সংকট

মনুষ্যসৃষ্ট বিপদ ঠেকাতে চাই সচেতনতা

ডেনমার্কে ইউরোপের বৃহৎ কৃষি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্ব খাদ্য সংকটের অন্যতম কারণগুলো মনুষ্যসৃষ্ট। মানুষের কারণেই তৈরি হচ্ছে বৈশ্বিক খাদ্য সংকট। অর্থনৈতিক সংকটও থাবা বিস্তার করেছে একইভাবে। ডেনমার্ককে কৃষি আধুনিকায়নে বিশ্বের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হয়। সে দেশে অনুষ্ঠিত কৃষি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। তবে যেসব দেশের অভ্যন্তরীণ উৎপাদন ভালো এবং যারা খাদ্য রপ্তানি করে তাদের সংকটে পড়ার ঝুঁকি কম। যারা খাদ্যপণ্য আমদানির ওপর নির্ভরশীল তারাই সবার আগে খাদ্য সংকটে পড়ে। আবার যেসব দেশ খাদ্যপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক ম্দ্রুা অর্জন করে সেসব দেশকে অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া-না পাওয়ার সমস্যায় ভুগতে হয় রপ্তানির ক্ষেত্রে। আয়োজক সংস্থা এগ্রোমেক ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এগ্রিকালচারাল জার্নালিস্টের শীর্ষ ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, ইউরোপ-আমেরিকার পাশাপাশি এশিয়ার যেসব দেশ নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে চাহিদা মেটায় তাদেরও খাদ্য সংকটে পড়ার ঝুঁকি কম। ডেনমার্কের কৃষি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের খাদ্য সংকট ও অর্থনৈতিক মন্দা সম্পর্কে যে মতামত তুলে ধরা হয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্বে খাদ্যের অন্যতম জোগানদাতা রপ্তানিকারক দেশ ইউক্রেন ও রাশিয়া। দুই দেশের কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ বিশ্বে খাদ্য সংকটের পাশাপাশি জ্বালানি সংকট উসকে দিয়েছে। এর ফলে খাদ্য ও জ্বালানির ক্ষেত্রে যেসব দেশ পরনির্ভরশীল তারা ভয়াবহ সংকটে পড়েছে। ইতোমধ্যে খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার একসময়ের সবচেয়ে সমৃদ্ধ দেশ শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়েছে। পাকিস্তানসহ আরও অনেক দেশ অভিন্ন সংকটে পতিত হওয়ার আশঙ্কায় ভুগছে। বাংলাদেশ সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ইতোমধ্যে আগাম প্রস্তুতি শুরু করেছে। গড়ে তুলছে বাম্পার মজুদ। উৎপাদন বাড়ানোর জন্যও নেওয়া হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর