পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বলেছেন, সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে পুলিশ বাহিনীকে। সরকার পুলিশ বাহিনীকে ইতোমধ্যে উল্লেখসংখ্যক যানবাহন সরবরাহ করেছে। পুলিশের গতিশীলতা ত্রিমাত্রিক পর্যায়ে উন্নীতকরণে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার ক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গঠনের প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধু সর্বদা এ দেশের পুলিশকে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করতেন। আর সে জন্যই আমাদের পুলিশ বাহিনী এখন জনগণের পুলিশ হিসেবেই তাদের সেবা দিয়ে যাচ্ছে। আগে পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেত। এখন মানুষ জানে পুলিশ সেবা দেয় ও তাদের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের তথা জনগণের আস্থা অর্জন করা যে কোনো বাহিনীর জন্যই গুরুত্বপূর্ণ। জনগণের মনে পুলিশের প্রতি যে আস্থা সৃষ্টি হয়েছে সেটা যেন অক্ষুণ্ন থাকে সে ব্যাপারে যত্নবান হতে হবে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য তাৎপর্যপূর্ণ এবং দিকনির্দেশনামূলক। পুলিশ বাহিনী রাষ্ট্রীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ এবং সভ্য সমাজব্যবস্থারও অনুষঙ্গ। বাংলাদেশের পুলিশ বাহিনীর বর্তমান কাঠামো গড়ে উঠেছিল ঔপনিবেশিক আমলে। সে সময়ে এবং পাকিস্তানি শাসনামলে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলার অশুভ প্রক্রিয়া অনুসৃত হয়েছে। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে জনগণের কাতারে নেমে আসেন পুলিশ বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধে রাজারবাগে পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম হামলার শিকার হন। করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের পুলিশ বাহিনী যে জনবান্ধব ভূমিকা রেখেছে তা বিশ্ব পরিসরেও নজিরবিহীন। আমাদের বিশ্বাস, পুলিশ সদস্যরা সেই ঐতিহ্য ধরে রাখাকে তাদের কর্তব্য বলে ভাববেন। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অঙ্গীকার যাতে দেশবাসীর আস্থা অর্জন করে সে ব্যাপারেও সচেতন থাকতে হবে পুলিশ বাহিনীকে।
শিরোনাম
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
পুলিশ হোক জনবান্ধব
মানুষের আস্থা অর্জনে ব্রতী হতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর