পানির অভাবে গত কয়েক বছর শুষ্ক মৌসুমে কৃষকের হাহাকারে কেঁদে ওঠে তিস্তা অববাহিকা। সে তিস্তায় হঠাৎ করেই আসতে শুরু করেছে অফুরান পানি। উজানে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা আবারও প্রমত্তা রূপ ধারণ করতে চলেছে। তবে এ অফুরান পানি কৃষকের মুখে হাসি ফোটানোর বদলে তাদের মনে আশঙ্কা সৃষ্টি করেছে। কারণ তিস্তা নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ায় চারদিকে জেগে ওঠে মাইলের পর মাইল চর। শুধু লালমনিরহাটের তিস্তার চরে চাষাবাদ করেছেন লক্ষাধিক কৃষক। তিস্তা নদীতে উজান থেকে আসা ঢলে প্লাবিত হয়ে যাচ্ছে কৃষকের চাষ করা সব জমি। অসময়ে পানি এলে তারা আরও বড় ক্ষতির মুখে পড়বেন। কারণ চাষাবাদ করা জমির ফসলের ওপর তাদের বারো মাসের খোরাক জোগাড় হয়। স্মর্তব্য, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারীর কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের চিলমারী বন্দর হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে নদীটি। নদীটির দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে ১৩৫ কিলোমিটার। গজলডোবায় বাঁধ নির্মাণ করে উজানের প্রতিবেশী দেশ ভারত একতরফা তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় বর্ষা শেষেই বাংলাদেশ অংশে তিস্তা মরুভূমিতে পরিণত হয়। বর্ষাকালে বন্যা আর নদী ভাঙনের মুখে পড়ে তিস্তাপাড়ের মানুষ। ভাঙনে ও প্রবল স্রোতে ভেসে যায় ফসলি জমি, বসতভিটাসহ স্থাপনা। বর্ষা শেষ হলে পানি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয় প্রমত্তা নদী। ঢেউহীন তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর। বর্ষাকাল শেষ হতেই প্রতি বছরের মতো এ বছরও তিস্তা পানিশূন্য হয়ে মরুভূমিতে পরিণত হয়। তিস্তার বুকে জেগে ওঠা অসংখ্য চরে ভুট্টা, তামাক, গম, পিঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, চিনাবাদামসহ নানা জাতের সবজির চাষাবাদ করেছেন কৃষক। এ ফসল মার খেলে কৃষকের ক্ষুধা নিবারণের পথ স্তব্ধ হয়ে পড়বে। এ বছর আগাম বন্যার আশঙ্কা করা হচ্ছে হাওর এলাকায়ও। জলবায়ু পরিবর্তনের অপপ্রভাবে হিমালয়ের বিস্তীর্ণ এলাকার বরফ গলার কারণে সংকট হাতছানি দিচ্ছে; যা থেকে রক্ষায় কৃষকের পাশে দাঁড়াবে প্রশাসন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
উজান থেকে আসা ঢল
তিস্তা অববাহিকায় বন্যার আশঙ্কা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর