রমনার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ২২ বছর কেটে গেলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ওই জঙ্গি হামলা ছিল দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার ওপর হামলা। স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হামলা বললেও অত্যুক্তি হবে না। নিষ্ঠুর নির্দয় বোমা হামলা চালিয়ে জঙ্গি নামের বকধার্মিক কাপুরুষরা কেড়ে নেয় ১০টি তাজা প্রাণ। ২০০১ সালের ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখের ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স নিষ্পত্তির অপেক্ষায় আট বছর ধরে ঝুলছে হাই কোর্টে। আর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি এখনো নিম্ন আদালতেই বিচারাধীন। ২২ বছরেও মামলা দুটির বিচার শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন সংস্কৃতিসেবীরা। ২০১৪ সালে হত্যা মামলাটি বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুকও তৈরি করা হয়। ‘পেপারবুক প্রস্তুত হওয়ার পর করোনার কারণে দুই বছর শুনানি করা সম্ভব হয়নি। এর মধ্যে কয়েক দফা বেঞ্চ পরিবর্তনও হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটির বিচার চলছে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। কয়েক দফা আদালত বদলের পর এখন এই কোর্টে বিচারাধীন মামলাটি। এ মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামি পরীক্ষা করার জন্য দিন ধার্য রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির করা হচ্ছে না। ফলে এ মামলার কার্যক্রম একরকম বন্ধই রয়েছে। ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পর থেকে কোনো জঙ্গিকে আদালতে হাজির করা হচ্ছে না। বিলম্বিত বিচার বিচারহীনতার শামিল বলে একটি কথা আদালতপাড়ায় বেশ প্রচলিত। রমনার বোমা হামলা মামলার বিচারে দীর্ঘসূত্রতা প্রকারান্তরে অপরাধীদের সাহসী করে তুলছে। বৃহত্তর জাতীয় স্বার্থেই জঙ্গি-সংক্রান্ত সব মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। জঙ্গিবাদের শিকড় উৎপাটনে যে বিষয়টি গুরুত্বের অধিকারী।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
রমনা বটমূলে বোমা হামলা
বিচারের দীর্ঘসূত্রতা দুর্ভাগ্যজনক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর