পবিত্র আশুরা আজ। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এই দিনে দুনিয়ার প্রথম মানব হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়, আবার এই দিনেই বিবি হাওয়া (আ.)-সহ তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসনে পাঠানো হয়। মহিমান্বিত এই দিনেই তাঁরা আল্লাহর ক্ষমা লাভ করেন। আশুরার সঙ্গে অনেক নবীর স্মৃতি জড়িত। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার প্রান্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) শাহাদাতবরণ করেন। ইসলামী বিধানকে ভ্রুকুটি দেখিয়ে অবৈধভাবে খলিফা পদ করায়ত্ত করেন ইয়াজিদ বিন মুয়াবিয়া। দুশ্চরিত্র ব্যক্তিকে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকার করেন ইমাম হোসাইন (রা.)। অন্যায়ের কাছে মাথা নত করার বদলে আহলে বায়েতের সদস্যরা শাহাদাতবরণকেই শ্রেয় মনে করেন। মুসলমানরা ইমাম হোসাইন (রা.) তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রক্তের উত্তরাধিকারী ও তাঁদের অনুসারীদের আত্মত্যাগের কথা এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শোকাবহ এ দিনটি অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার। সত্যের সঙ্গে অসত্যের লড়াই এক চিরন্তন সত্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলার যে জীবন বিধান প্রবর্তন করেন তাতে আতঙ্কিত হয়ে ওঠে অসত্য, অসুন্দর ও অকল্যাণের প্রতিভূরা। এক পর্যায়ে তাঁরা বাহ্যিকভাবে ইসলামী পতাকার নিচে আশ্রয় নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পর শুরু হয় গোত্রতন্ত্র ও কায়েমি স্বার্থের ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রে বিষপানে হত্যা করা হয় নবী-দৌহিত্র হজরত হাসান (রা.)-কে। কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে পরিবার-পরিজন ও ৭২ জন অনুসারীসহ শাহাদাতবরণ করেন ইমাম হোসাইন (রা.)। কারবালার ঘটনা শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই তা অপরাজেয়। ইয়াজিদ বিন মুয়াবিয়ার লেলিয়ে দেওয়া অপশক্তি হোসাইন (রা.), তাঁর পরিবার-পরিজন ও সঙ্গীদের জীবন কেড়ে নিতে পারলেও ইতিহাস মহান শহীদদের আদর্শের অমরতাকেই স্মরণ করে। অন্যায় যুদ্ধে উমাইয়াতন্ত্র জয়ী হলেও সে জয় ছিল পরাজয়ের চেয়েও লজ্জাকর। কারবালার শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
কারবালার শহীদেরা
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই চিরন্তন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর