ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন রাশিয়া ও ইউক্রেনের আত্মঘাতী যুদ্ধ সারা বিশ্বকে দুই শিবিরে বিভক্ত করেছে। জি২০-তেও এনেছে বিভক্তি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যোগ দেননি এ সম্মেলনে। তার ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ছিলেন দিল্লি সম্মেলনে অনুপস্থিত। তারপরও কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে জি২০-এর চেয়ারপারসন ভারত জোটের দিল্লি ঘোষণায় সংঘাত এড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে অভিন্ন অবস্থান নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে সৃষ্ট বিভক্তির কারণে জি২০ সম্মেলনে সর্বসম্মত যৌথ ঘোষণা নেওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত আয়োজক ভারত শনিবার সম্মেলনের প্রথম দিনেই যৌথ ঘোষণা গৃহীত হওয়ার কথা জানিয়ে চমক দেখিয়েছে। ঘোষণায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভোগান্তির কথা থাকলেও রাশিয়ার নিন্দা না করায় তা সম্ভব হয়েছে। প্রথমবারের মতো জি২০ জোটের সভাপতি হওয়ার পর থেকে উন্নত বিশ্বের সঙ্গে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর সম্পর্ক তৈরির জন্য কাজ শুরু করে ভারত। তুলনামূলকভাবে অনুন্নত দক্ষিণ বিশ্বের জন্য নিজেকে নেতৃত্বের স্থানে তুলে ধরতেও তৎপর ছিল তারা। সেই ধারাবাহিকতায় মোদি আফ্রিকান ইউনিয়নকে জি২০ জোটের স্থায়ী সদস্য পদ গ্রহণের আমন্ত্রণ জানান। এ অন্তর্ভুক্তিকেও এবারের সম্মেলনের ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। যৌথ ঘোষণায় খাদ্য, সার, জ্বালানিসহ নানা বিষয় উঠে এসেছে। এতে জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ মোকাবিলায়ও গুরুত্ব দেওয়া হয়েছে। জি২০ জোটের নয়াদিল্লি সম্মেলন ও সম্মেলন শেষে যৌথ ঘোষণা বিশ্বরাজনীতিতে ভারতের নতুন অভিষেক ঘটিয়েছে। সদস্য না হওয়া সত্ত্বেও ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোও ছিল তাৎপর্যপূর্ণ ঘটনা। এর ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের আস্থার সম্পর্ক তারও নিবিড় হবে। যুদ্ধের জন্য রাশিয়ার সমালোচনা এড়িয়ে সৃষ্ট সংকট তুলে ধরার প্রয়াস যুদ্ধ বন্ধে নৈতিক চাপ সৃষ্টি করবে বিশ্বের অন্যতম শক্তিধর দেশটির প্রতি। যা একটি বড় অর্জন বলে বিবেচিত হবে।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
জি২০ জোটের ঘোষণা
ইউক্রেন যুদ্ধ বন্ধে নৈতিক চাপ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর