উন্নয়নশীল দেশগুলো থেকে পশ্চিমা দেশে অর্থ পাচার একটি বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছে। স্বদেশে বাঁকা পথে অর্থ উপার্জন করে সে অর্থ অন্য দেশে পাচারের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি বিপাকে পড়ছে। আর এ অর্থ পাচারে ওভার ইনভয়েসিংয়ের ভূমিকা অগ্রগণ্য। বিশেষ করে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিংয়ের কারণে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে। আমদানিকৃত পণ্যের দাম বেশি দেখিয়ে সে পণ্য ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করে মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ ঘটে। দ্বিতীয়ত, অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা সম্ভব হয়। বিদেশে লাগামহীনভাবে অর্থ পাচারের ফলে ডলার সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। খ্যাতনামা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদের মতে, আমদানি সরাসরি কোথা থেকে হয়, দাম কী, সবই কেন্দ্রীয় ব্যাংক ভালো করে জানে। সাবেক গভর্নর আতিউর রহমান বেসরকারি ব্যাংকগুলোকে রেমিট্যান্স সংগ্রহে বিদেশে কিছু এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি দিয়েছিলেন। সেগুলো কত সংগ্রহ করছে আর কত দেশে পাঠাচ্ছে, তার ওপর এখন কোনো সুপারভিশন নেই। তাই রিজার্ভ যতদূর নেমেছে সেখানেই ধরে রাখার চেষ্টা করতে হবে। রিজার্ভ কমে গেলে সবার মনে শঙ্কার সৃষ্টি হয়। আসল সমস্যা ব্যাংকিং খাতে। এখানে কোনো নিয়মনীতি নেই। আগে যখন অনিয়ম হতো তখন পরিচালকদের ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হতো। এখন শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকরা মিলে অনিয়ম করছেন। ব্যাংকগুলো তারপরও টিকে আছে। কারণ মানুষের টাকা রাখার আর কোনো জায়গা নেই। অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত মতবিনিময় সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদের বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। আমরা আশা করব, অর্থনৈতিক সংকটের গ্রন্থিমোচনে বিদ্যমান সংকটের কারণগুলো চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক ও সরকার সক্রিয় হবে।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
বিদেশে অর্থ পাচার
অপরাধীদের দমনে সক্রিয় হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর