রাজধানী ও সংলগ্ন এলাকার শিল্প-কলকারখানার গ্যাস সংকট নিরসনে গতকাল থেকে ভোলার গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাস সিএনজিতে রূপান্তর করে সরবরাহ শুরু হয়েছে। ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড নামের একটি কোম্পানি সিএনজি আকারে গ্যাস সিএনজিতে সরবরাহের দায়িত্ব পালন করছে। প্রথম ধাপে চার-পাঁচ মাস পর্যন্ত দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস এক বছরের মধ্যে সরবরাহ করা হবে। মূলত গ্যাসকে চাপের মাধ্যমে তরলীকরণ করে তা ভোলা থেকে ঢাকায় পরিবহন করা হবে। জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সঞ্চালন লাইন না থাকায় ভোলা থেকে উত্তোলন করা গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছে না। এ অবস্থায় ভোলার গ্যাস সিএনজি আকারে পরিবহন করে শিল্প-কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিই দেশে প্রথমবারের মতো কোনো গ্যাসক্ষেত্রের গ্যাস সিএনজি করে শিল্পে সরবরাহ করা হচ্ছে। সিএনজি আকারে এই গ্যাস এনে শিল্পে ব্যবহার করায় তা শিল্প খাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিল্প-কারখানায় বর্তমানে পাইপলাইন থেকে প্রতি ঘনমিটার গ্যাস দেওয়া হয় ৩০ টাকায়। আর সিএনজি স্টেশন থেকে পরিবহনে গ্যাস বিক্রি হয় ৪৩ টাকায়। ভোলার গ্যাস সিলিন্ডারে করে কারখানায় পৌঁছে দেওয়া হবে ৪৭ টাকা ৬০ পয়সায়। বাংলাদেশে চাহিদার তুলনায় জ্বালানির উৎপাদন খুবই কম। তেল, গ্যাস, কয়লার ওপর পরনির্ভরতার কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এক্ষেত্রের ক্রমবর্ধমান ব্যয় বৈদেশিক মুদ্রার মজুদের ওপর চাপ বাড়াচ্ছে। এ প্রেক্ষাপটে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিকল্প নেই। কিন্তু দেশের স্থলভাগে গ্যাসের বড় কোনো মজুদ পাওয়ার আশা নেই বললেই চলে। এক্ষেত্রে সাগর প্রান্তের অনুসন্ধানের ওপর ভরসা করতে হচ্ছে। সরকার ইতোমধ্যে মার্কিন বহুজাতিক কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। সাগর প্রান্ত থেকে গ্যাস না পাওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি ও দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলনের ওপর নির্ভর করতে হবে।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
ভোলার গ্যাস ঢাকায়
সাগরসীমায় অনুসন্ধানে জোর দিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর