রাজধানী ও সংলগ্ন এলাকার শিল্প-কলকারখানার গ্যাস সংকট নিরসনে গতকাল থেকে ভোলার গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাস সিএনজিতে রূপান্তর করে সরবরাহ শুরু হয়েছে। ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড নামের একটি কোম্পানি সিএনজি আকারে গ্যাস সিএনজিতে সরবরাহের দায়িত্ব পালন করছে। প্রথম ধাপে চার-পাঁচ মাস পর্যন্ত দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস এক বছরের মধ্যে সরবরাহ করা হবে। মূলত গ্যাসকে চাপের মাধ্যমে তরলীকরণ করে তা ভোলা থেকে ঢাকায় পরিবহন করা হবে। জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সঞ্চালন লাইন না থাকায় ভোলা থেকে উত্তোলন করা গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছে না। এ অবস্থায় ভোলার গ্যাস সিএনজি আকারে পরিবহন করে শিল্প-কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিই দেশে প্রথমবারের মতো কোনো গ্যাসক্ষেত্রের গ্যাস সিএনজি করে শিল্পে সরবরাহ করা হচ্ছে। সিএনজি আকারে এই গ্যাস এনে শিল্পে ব্যবহার করায় তা শিল্প খাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিল্প-কারখানায় বর্তমানে পাইপলাইন থেকে প্রতি ঘনমিটার গ্যাস দেওয়া হয় ৩০ টাকায়। আর সিএনজি স্টেশন থেকে পরিবহনে গ্যাস বিক্রি হয় ৪৩ টাকায়। ভোলার গ্যাস সিলিন্ডারে করে কারখানায় পৌঁছে দেওয়া হবে ৪৭ টাকা ৬০ পয়সায়। বাংলাদেশে চাহিদার তুলনায় জ্বালানির উৎপাদন খুবই কম। তেল, গ্যাস, কয়লার ওপর পরনির্ভরতার কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এক্ষেত্রের ক্রমবর্ধমান ব্যয় বৈদেশিক মুদ্রার মজুদের ওপর চাপ বাড়াচ্ছে। এ প্রেক্ষাপটে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিকল্প নেই। কিন্তু দেশের স্থলভাগে গ্যাসের বড় কোনো মজুদ পাওয়ার আশা নেই বললেই চলে। এক্ষেত্রে সাগর প্রান্তের অনুসন্ধানের ওপর ভরসা করতে হচ্ছে। সরকার ইতোমধ্যে মার্কিন বহুজাতিক কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। সাগর প্রান্ত থেকে গ্যাস না পাওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি ও দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলনের ওপর নির্ভর করতে হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন