অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে জোরেশোরে। অতীতেও এমন অভিযান চলেছে বহুবার। তবে অভিযানকারীদের সঙ্গে এক ধরনের অলিখিত সমঝোতায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দু-এক দিন ঘুরতেই সেগুলো চালু হয়েছে। নতুন স্বাস্থ্যমন্ত্রীর ভিন্ন ভাবমূর্তিতে অনেকেই আশা করছেন এবার হয়তো অবৈধদের শাহেনশাহী বন্ধ হবে। তবে প্রশ্ন হলো স্বাস্থ্যমন্ত্রীর একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। যাদের দিয়ে তিনি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করবেন তারা যদি উৎকোচদাতাদের ক্রীতদাসের ভূমিকা পালন করেন তবে এত উদ্যোগেও কাজ হবে না। আশার কথা, স্বাস্থ্যমন্ত্রী সাফ সাফ বলে দিয়েছেন এখন থেকে সরকারের নির্দিষ্ট শর্ত মেনে বেসরকারি মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে। কিছু অসাধু মানুষ সরকারের কোনোরকম নিয়মের তোয়াক্কা না করে শুধু ব্যবসায়িক স্বার্থের জন্য যত্রতত্র নামমাত্র প্রতিষ্ঠান খুলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে এগুলো আর চলতে পারবে না। এখনো ১ হাজার ২০০টির ওপর প্রাইভেট স্বাস্থ্য কেন্দ্রের নিবন্ধন নেই। এসব স্বাস্থ্য কেন্দ্রে ভালো ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। তাহলে এরা হাসপাতাল চালাচ্ছে কী দিয়ে? এরা রোগী পাচ্ছে কীভাবে? এগুলো আমাদের ভাবতে হবে। বলেছেন, ইতোমধ্যেই প্রায় এক হাজার অনিবন্ধিত স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরকম অনিবন্ধিত অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রও বন্ধ করার কাজ চলমান রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারকে অবশ্যই মেনে হাসপাতাল চালাতে হবে। অমান্য হলেই নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ফলে দেশবাসীর আশা দুর্নীতি আর অনিয়মের ঘাঁটি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বদনাম রয়েছে তার অবসান ঘটবে। দেশবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে বছরের পর বছর যে অনিয়ম চলছে তার ইতি ঘটানো সম্ভব হবে। স্বাস্থ্য খাতের সুস্থ পরিবেশ আনতে অবৈধ প্রতিষ্ঠান বন্ধ শুধু নয়, সরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেও নজরদারি বাড়ানো জরুরি। তা হলে নাগরিকদের চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে বন্ধ হবে। হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার অপচয় রোধ করা যাবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
অবৈধ স্বাস্থ্য কেন্দ্র
উচ্ছেদ অভিযানে অটল থাকুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর