অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে জোরেশোরে। অতীতেও এমন অভিযান চলেছে বহুবার। তবে অভিযানকারীদের সঙ্গে এক ধরনের অলিখিত সমঝোতায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দু-এক দিন ঘুরতেই সেগুলো চালু হয়েছে। নতুন স্বাস্থ্যমন্ত্রীর ভিন্ন ভাবমূর্তিতে অনেকেই আশা করছেন এবার হয়তো অবৈধদের শাহেনশাহী বন্ধ হবে। তবে প্রশ্ন হলো স্বাস্থ্যমন্ত্রীর একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। যাদের দিয়ে তিনি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করবেন তারা যদি উৎকোচদাতাদের ক্রীতদাসের ভূমিকা পালন করেন তবে এত উদ্যোগেও কাজ হবে না। আশার কথা, স্বাস্থ্যমন্ত্রী সাফ সাফ বলে দিয়েছেন এখন থেকে সরকারের নির্দিষ্ট শর্ত মেনে বেসরকারি মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে। কিছু অসাধু মানুষ সরকারের কোনোরকম নিয়মের তোয়াক্কা না করে শুধু ব্যবসায়িক স্বার্থের জন্য যত্রতত্র নামমাত্র প্রতিষ্ঠান খুলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে এগুলো আর চলতে পারবে না। এখনো ১ হাজার ২০০টির ওপর প্রাইভেট স্বাস্থ্য কেন্দ্রের নিবন্ধন নেই। এসব স্বাস্থ্য কেন্দ্রে ভালো ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। তাহলে এরা হাসপাতাল চালাচ্ছে কী দিয়ে? এরা রোগী পাচ্ছে কীভাবে? এগুলো আমাদের ভাবতে হবে। বলেছেন, ইতোমধ্যেই প্রায় এক হাজার অনিবন্ধিত স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরকম অনিবন্ধিত অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রও বন্ধ করার কাজ চলমান রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারকে অবশ্যই মেনে হাসপাতাল চালাতে হবে। অমান্য হলেই নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ফলে দেশবাসীর আশা দুর্নীতি আর অনিয়মের ঘাঁটি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বদনাম রয়েছে তার অবসান ঘটবে। দেশবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে বছরের পর বছর যে অনিয়ম চলছে তার ইতি ঘটানো সম্ভব হবে। স্বাস্থ্য খাতের সুস্থ পরিবেশ আনতে অবৈধ প্রতিষ্ঠান বন্ধ শুধু নয়, সরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেও নজরদারি বাড়ানো জরুরি। তা হলে নাগরিকদের চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে বন্ধ হবে। হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার অপচয় রোধ করা যাবে।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
অবৈধ স্বাস্থ্য কেন্দ্র
উচ্ছেদ অভিযানে অটল থাকুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর