অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে জোরেশোরে। অতীতেও এমন অভিযান চলেছে বহুবার। তবে অভিযানকারীদের সঙ্গে এক ধরনের অলিখিত সমঝোতায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দু-এক দিন ঘুরতেই সেগুলো চালু হয়েছে। নতুন স্বাস্থ্যমন্ত্রীর ভিন্ন ভাবমূর্তিতে অনেকেই আশা করছেন এবার হয়তো অবৈধদের শাহেনশাহী বন্ধ হবে। তবে প্রশ্ন হলো স্বাস্থ্যমন্ত্রীর একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। যাদের দিয়ে তিনি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করবেন তারা যদি উৎকোচদাতাদের ক্রীতদাসের ভূমিকা পালন করেন তবে এত উদ্যোগেও কাজ হবে না। আশার কথা, স্বাস্থ্যমন্ত্রী সাফ সাফ বলে দিয়েছেন এখন থেকে সরকারের নির্দিষ্ট শর্ত মেনে বেসরকারি মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে। কিছু অসাধু মানুষ সরকারের কোনোরকম নিয়মের তোয়াক্কা না করে শুধু ব্যবসায়িক স্বার্থের জন্য যত্রতত্র নামমাত্র প্রতিষ্ঠান খুলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে এগুলো আর চলতে পারবে না। এখনো ১ হাজার ২০০টির ওপর প্রাইভেট স্বাস্থ্য কেন্দ্রের নিবন্ধন নেই। এসব স্বাস্থ্য কেন্দ্রে ভালো ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। তাহলে এরা হাসপাতাল চালাচ্ছে কী দিয়ে? এরা রোগী পাচ্ছে কীভাবে? এগুলো আমাদের ভাবতে হবে। বলেছেন, ইতোমধ্যেই প্রায় এক হাজার অনিবন্ধিত স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরকম অনিবন্ধিত অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রও বন্ধ করার কাজ চলমান রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারকে অবশ্যই মেনে হাসপাতাল চালাতে হবে। অমান্য হলেই নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ফলে দেশবাসীর আশা দুর্নীতি আর অনিয়মের ঘাঁটি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বদনাম রয়েছে তার অবসান ঘটবে। দেশবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে বছরের পর বছর যে অনিয়ম চলছে তার ইতি ঘটানো সম্ভব হবে। স্বাস্থ্য খাতের সুস্থ পরিবেশ আনতে অবৈধ প্রতিষ্ঠান বন্ধ শুধু নয়, সরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেও নজরদারি বাড়ানো জরুরি। তা হলে নাগরিকদের চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে বন্ধ হবে। হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার অপচয় রোধ করা যাবে।
শিরোনাম
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
অবৈধ স্বাস্থ্য কেন্দ্র
উচ্ছেদ অভিযানে অটল থাকুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর