বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

পারমাণবিক যুগে বাংলাদেশ

পাবনার রূপপুরেই নির্মাণ করা হবে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট। বাংলাদেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও যুৎসই জায়গা না পাওয়ায় সে সিদ্ধান্ত বাদ দিয়ে রূপপুরেই আরও দুটি ইউনিট চালুর সম্ভাবনা যাচাই চলছে। রূপপুর প্রকল্প যখন বাস্তবায়ন শুরু হয় তখন থেকেই পরিকল্পনা ছিল সেখানে চারটি ইউনিট নির্মাণ করা হবে। সে হিসাবে বর্তমান রূপপুর প্রকল্প এলাকায় আরও দুটি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সমস্যা হওয়ার কথা নয়। আর এই প্রকল্প এলাকায় প্রথম ও দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ চলমান থাকায় অন্য দুটি ইউনিট করার নির্মাণ ব্যয়ও অনেক কমে আসবে। এর মধ্যে বাংলাদেশ সরকারও দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা দেখলেও সেগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়নি। আর রূপপুরের প্রকল্প এলাকাটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অনেক আগে থেকেই উপযুক্ত প্রমাণিত। এ জন্য এ স্থানেই সরকার দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার আগ্রহ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য রোসাটম কর্তৃপক্ষকে রূপপুর প্রকল্প এলাকায় জরিপ কাজ শুরু করতে বলেছেন। জরিপের ফলাফল ইতিবাচক হলে রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেবে বাংলাদেশ। রোসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর শেষের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ হবে। বর্তমানে তারা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছেন। রূপপুর এনপিপি সাইটে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রি-অ্যাক্টর নির্মাণের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রি-অ্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিন ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম হবে। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপেক্ষাকৃত কম খরচে বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেবে। দেশের সার্বিক উন্নয়নে রাখবে অবদান। পারমাণবিক যুগে প্রবেশ করবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর