বাংলাদেশ মানব পাচারের অভয়ারণ্য বলে বিবেচিত অহরহ ঘটছে নারী পাচার। প্রতিবেশী ভারতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বিস্তৃত পাচারকারীদের হাত। ভালো বেতনের চাকরির নামে প্রলুব্ধ করা হয় তরুণীদের। তারপর তাদের পাচার করে নিয়োজিত করা হয় দেহ ব্যবসায়। হতভাগ্য এই নারীদের একটা ক্ষুদ্র অংশের পক্ষেই সম্ভব হয় পাপ ব্যবসার ভোগান্তি থেকে রক্ষা পাওয়া। তবে এক কিশোরীর কারণে সে শুধু নিজেকে নয় তার মা এবং চাচিকেও পাপ ব্যবসা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে আসা ১৭ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরীর দুঃসাহস দেখে হতবাক মুম্বাই নগরীর পুলিশ। নারী পাচার চক্র মা ও চাচিসহ কিশোরীকে মুম্বাইতে নিয়ে আসে। তার মা এবং চাচিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেখানকার পতিতালয়ে পাঠানো হয় দেহ ব্যবসার জন্য। এমনকি ওই নাবালিকা মেয়েকেও বিভিন্ন হোটেলে দেহ ব্যবসার জন্য পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু এ ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ১৭ বছর বয়সী ওই কিশোরী। ঘটনার প্রতিবাদ করায় ফোঁস করে ওঠে পাচার চক্রের সদস্য। সে হুমকি দেয় ওই মেয়ের দেহ ব্যবসার গোপন ছবি প্রকাশ করে দেওয়ার। এমনকি তার মা ও চাচিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আর এরপরই নিজেকে এবং মা ও চাচিকে পাচারকারী চক্রের হাত থেকে বাঁচাতে পাচার চক্রের এক সদস্যের চার বছরের পুত্র সন্তানকে অপহরণ করে ১৭ বছর বয়সী ওই কিশোরী। এদিকে ছেলে অপহৃত হওয়ার পরই মুম্বাইয়ের মানপাডা থানায় অভিযোগ করে ওই ব্যক্তি। তদন্তে নামে পুলিশ, আটক করা হয় ওই বাংলাদেশি কিশোরীকে। জিজ্ঞাসাবাদে সে মা ও চাচিসহ তাকে ভারতে এনে দেহ ব্যবসায় নিয়োজিত করার ঘটনা ফাঁস করে দেয়। বলে মা চাচি ও নিজেকে বাঁচানোর জন্য সে নারী পাচারকারী চক্রের এক সদস্যের শিশুকে অপহরণ করতে বাধ্য হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে পাচারকারীকে। কিশোরীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দন বাংলাদেশি সাহসী কিশোরীকে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নারী পাচার
জঘন্য অপরাধীদের থামাতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর