বাংলাদেশ মানব পাচারের অভয়ারণ্য বলে বিবেচিত অহরহ ঘটছে নারী পাচার। প্রতিবেশী ভারতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বিস্তৃত পাচারকারীদের হাত। ভালো বেতনের চাকরির নামে প্রলুব্ধ করা হয় তরুণীদের। তারপর তাদের পাচার করে নিয়োজিত করা হয় দেহ ব্যবসায়। হতভাগ্য এই নারীদের একটা ক্ষুদ্র অংশের পক্ষেই সম্ভব হয় পাপ ব্যবসার ভোগান্তি থেকে রক্ষা পাওয়া। তবে এক কিশোরীর কারণে সে শুধু নিজেকে নয় তার মা এবং চাচিকেও পাপ ব্যবসা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে আসা ১৭ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরীর দুঃসাহস দেখে হতবাক মুম্বাই নগরীর পুলিশ। নারী পাচার চক্র মা ও চাচিসহ কিশোরীকে মুম্বাইতে নিয়ে আসে। তার মা এবং চাচিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেখানকার পতিতালয়ে পাঠানো হয় দেহ ব্যবসার জন্য। এমনকি ওই নাবালিকা মেয়েকেও বিভিন্ন হোটেলে দেহ ব্যবসার জন্য পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু এ ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ১৭ বছর বয়সী ওই কিশোরী। ঘটনার প্রতিবাদ করায় ফোঁস করে ওঠে পাচার চক্রের সদস্য। সে হুমকি দেয় ওই মেয়ের দেহ ব্যবসার গোপন ছবি প্রকাশ করে দেওয়ার। এমনকি তার মা ও চাচিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আর এরপরই নিজেকে এবং মা ও চাচিকে পাচারকারী চক্রের হাত থেকে বাঁচাতে পাচার চক্রের এক সদস্যের চার বছরের পুত্র সন্তানকে অপহরণ করে ১৭ বছর বয়সী ওই কিশোরী। এদিকে ছেলে অপহৃত হওয়ার পরই মুম্বাইয়ের মানপাডা থানায় অভিযোগ করে ওই ব্যক্তি। তদন্তে নামে পুলিশ, আটক করা হয় ওই বাংলাদেশি কিশোরীকে। জিজ্ঞাসাবাদে সে মা ও চাচিসহ তাকে ভারতে এনে দেহ ব্যবসায় নিয়োজিত করার ঘটনা ফাঁস করে দেয়। বলে মা চাচি ও নিজেকে বাঁচানোর জন্য সে নারী পাচারকারী চক্রের এক সদস্যের শিশুকে অপহরণ করতে বাধ্য হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে পাচারকারীকে। কিশোরীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দন বাংলাদেশি সাহসী কিশোরীকে।
শিরোনাম
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল