কোরবানির পশুর চামড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সিন্ডিকেটের খপ্পরে পশুর চামড়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চামড়া নিয়ে সিন্ডিকেট সহ্য করা হবে না বললেও-পাত্তা দিচ্ছে না কেউ। ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। লাখ টাকায় কেনা গরুর চামড়া বিক্রি করতে হয়েছে ৩০০ টাকায়। ছাগলের চামড়া ১০ থেকে ১৫ টাকায়। অনেকে রাগে-ক্ষোভে-দুঃখে চামড়া বিক্রির বদলে ফেলে দিয়েছেন। কোরবানির চামড়ার এ দুর্দশা কেন? এ প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের অজুহাতের শেষ নেই। আড়তদারদের বক্তব্য, লবণের দাম বেড়েছে। প্রতিটি চামড়ায় নাকি প্রায় ৩০০ টাকার লবণ লাগে। চামড়ায় লবণ মাখানো শ্রমিকের মজুরি হয়েছে দ্বিগুণ। ট্যানারি মালিকদের ভাষ্য, লবণযুক্ত ভালোমানের চামড়া সরকার নির্ধারিত দামে কেনা গেলেও, লবণ ছাড়া চামড়ার দামের কোনো নিশ্চয়তা নেই। দেশের প্রায় সর্বত্র কোরবানির চামড়ার দুর্দশা এমনই। দীর্ঘদিন ধরে এমনটাই চলছে। অথচ কোরবানির চামড়ার সিংহভাগ যায় দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায়। ধর্মপ্রাণ মানুষ এতিম শিশুদের সাহায্যের উদ্দেশে চামড়া দান করেন। কিন্তু মৌসুমি খুচরা ক্রেতা থেকে আড়তদার বা ট্যানারি মালিকরা প্রতি বছর এমন হতাশাজনক ‘গেল গেল’ রব তোলেন যে, পানির দামে তাদের হাতে চামড়া তুলে দিতে হয়। বঞ্চিত হয় মসজিদ, মাদরাসা, এতিমখানা। প্রাপ্য হক থেকে বঞ্চিত হয় অসহায় এতিমরা। দাতার সৎ উদ্দেশ্য পণ্ড হয় কুচক্রীদের চক্রান্তে। সরকার যে সদিচ্ছা নিয়ে কোরবানির চামড়ার দাম বেঁধে দেয়-সে উদ্দেশ্য ভেস্তে যায়। এর প্রতিকার প্রয়োজন। ট্যানারি মালিকরা কৌশলে চামড়ার দাম কমিয়ে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চামড়াশিল্প। এ অবস্থা থেকে উত্তরণে কাঁচা চামড়া রপ্তানি এবং এ শিল্পে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে ভাবা যেতে পারে। তাতে ট্যানারি মালিকদের একচেটিয়া দৌরাত্ম্যের অবসান হবে, যেটা খুব জরুরি। আর শুধু দাম বেঁধে দিলেই চলবে না, নির্ধারিত দামে কেনাবেচার বিষয়টি তদারকি এবং নিয়ন্ত্রণও করতে হবে সরকারকে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চামড়া নৈরাজ্য
প্রয়োজন তদারকি ও নিয়ন্ত্রণ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর