কোরবানির পশুর চামড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সিন্ডিকেটের খপ্পরে পশুর চামড়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চামড়া নিয়ে সিন্ডিকেট সহ্য করা হবে না বললেও-পাত্তা দিচ্ছে না কেউ। ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। লাখ টাকায় কেনা গরুর চামড়া বিক্রি করতে হয়েছে ৩০০ টাকায়। ছাগলের চামড়া ১০ থেকে ১৫ টাকায়। অনেকে রাগে-ক্ষোভে-দুঃখে চামড়া বিক্রির বদলে ফেলে দিয়েছেন। কোরবানির চামড়ার এ দুর্দশা কেন? এ প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের অজুহাতের শেষ নেই। আড়তদারদের বক্তব্য, লবণের দাম বেড়েছে। প্রতিটি চামড়ায় নাকি প্রায় ৩০০ টাকার লবণ লাগে। চামড়ায় লবণ মাখানো শ্রমিকের মজুরি হয়েছে দ্বিগুণ। ট্যানারি মালিকদের ভাষ্য, লবণযুক্ত ভালোমানের চামড়া সরকার নির্ধারিত দামে কেনা গেলেও, লবণ ছাড়া চামড়ার দামের কোনো নিশ্চয়তা নেই। দেশের প্রায় সর্বত্র কোরবানির চামড়ার দুর্দশা এমনই। দীর্ঘদিন ধরে এমনটাই চলছে। অথচ কোরবানির চামড়ার সিংহভাগ যায় দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায়। ধর্মপ্রাণ মানুষ এতিম শিশুদের সাহায্যের উদ্দেশে চামড়া দান করেন। কিন্তু মৌসুমি খুচরা ক্রেতা থেকে আড়তদার বা ট্যানারি মালিকরা প্রতি বছর এমন হতাশাজনক ‘গেল গেল’ রব তোলেন যে, পানির দামে তাদের হাতে চামড়া তুলে দিতে হয়। বঞ্চিত হয় মসজিদ, মাদরাসা, এতিমখানা। প্রাপ্য হক থেকে বঞ্চিত হয় অসহায় এতিমরা। দাতার সৎ উদ্দেশ্য পণ্ড হয় কুচক্রীদের চক্রান্তে। সরকার যে সদিচ্ছা নিয়ে কোরবানির চামড়ার দাম বেঁধে দেয়-সে উদ্দেশ্য ভেস্তে যায়। এর প্রতিকার প্রয়োজন। ট্যানারি মালিকরা কৌশলে চামড়ার দাম কমিয়ে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চামড়াশিল্প। এ অবস্থা থেকে উত্তরণে কাঁচা চামড়া রপ্তানি এবং এ শিল্পে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে ভাবা যেতে পারে। তাতে ট্যানারি মালিকদের একচেটিয়া দৌরাত্ম্যের অবসান হবে, যেটা খুব জরুরি। আর শুধু দাম বেঁধে দিলেই চলবে না, নির্ধারিত দামে কেনাবেচার বিষয়টি তদারকি এবং নিয়ন্ত্রণও করতে হবে সরকারকে।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
চামড়া নৈরাজ্য
প্রয়োজন তদারকি ও নিয়ন্ত্রণ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর