গার্মেন্ট বা পোশাকশিল্পের অস্থিতিশীলতা কিছুতেই কাটছে না। দেশের রপ্তানি বাণিজ্যের প্রধান খাত এ শিল্পের শ্রমিকরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ প্রদর্শন করছেন। নামিদামি প্রতিষ্ঠানেও বেতন দেওয়া হচ্ছে না, এমন অভিযোগে শ্রমিকরা রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছেন। নভেম্বর পোশাকশিল্পের বিদেশি ক্রেতাদের কার্যাদেশ দেওয়ার মাস। এ সময়ে পোশাকশিল্পে অস্থিতিশীলতা দানা বেঁধে উঠলে রপ্তানিতে আরও ধস নামতে পারে। আমেরিকা-ইউরোপের ব্র্যান্ড হাউসগুলো বড়দিন উপলক্ষে তাদের পোশাকের জন্য বাংলাদেশের বদলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে মুখ ফেরাচ্ছে। নাজুক অবস্থায় থাকা অর্থনীতি আরও নাজুক হয়ে পড়তে পারে, এমন অবস্থা চলতে থাকলে। বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ৪০ লাখের বেশি শ্রমিক এ শিল্পের সঙ্গে জড়িত। হতদরিদ্র এসব মানুষের অনেকেই পোশাকশিল্পের ভালোমন্দের ওপর নির্ভরশীল। কিন্তু সরকার ব্যবসাবাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে, সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবতা হলো, তা পূরণের পূর্বশর্তগুলো নানা কারণে পূরণ হচ্ছে না। ব্যবসাবাণিজ্য শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন মহলের কাছ থেকে ভীতিকর আচরণের শিকার হচ্ছেন। তাদের গায়ে চাপানো হচ্ছে পতিত সরকারের সঙ্গে সম্পর্কের মনগড়া অভিযোগ। শুধু অভিযোগ তোলা নয়, এ নিয়ে মামলা-হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে মতলববাজরা। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের ক্ষেপিয়ে তোলা হচ্ছে নানা অজুহাতে। অন্যদিকে মালিকপক্ষের অনুপস্থিতিসহ নানা কারণে বেতন বকেয়া পড়ে যাওয়ায় পোশাকশ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। জুলাই বিপ্লবের পর ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি হয়। জ্বালাও-পোড়াও ভাঙচুরের ঘটনা ঘটে। এর ফলে ইতোমধ্যে যে ক্ষতি হয়েছে তা পূরণে দীর্ঘ সময় লেগে যাবে। দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসাবাণিজ্য কলকারখানায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সরকারকে বদ্ধপরিকর হতে হবে। কোথায় সংকট তা বুঝতে হবে নিজেদের সুনামের স্বার্থেই। শিল্পোদ্যোক্তাদের আস্থা অর্জনের পদক্ষেপ নিতে হবে জরুরিভাবে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া