বর্ষায় জলজট রাজধানীর চেনাচিত্র, অপ্রিয় হলেও অনিবার্য দুর্ভোগ। এর মধ্যে নানা কারণে বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে কাজ শেষ না করায় সেবা সংস্থাগুলো নতুন বিপদ ডেকে আনছে; যা এরা ফি বছরই করে থাকে। এতে আসন্ন বর্ষায় অধিক জলজট এবং আরও বেশি জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে দুই সিটি করপোরেশন বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দিতে রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো উদ্ধারে জোর দিচ্ছে। দুই সিটিতে ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। একে বলা হচ্ছে, ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের চারটি এবং দক্ষিণের দুটি খাল রয়েছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোর সংস্কার করা হবে। খাল-ড্রেন পরিষ্কার থাকলে স্বভাবতই জলজটের কবল থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। ঢাকার ভৌত-অবকঠামো সুপরিকল্পিত নয়। তার মাশুল দিতে হচ্ছে নানাভাবে। ফি বছর ঠেকে-ভুগে লক্ষ করা যায়- টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর, শান্তিনগর, আদাবর, বিমানবন্দর সড়কে জলজটে মহাভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এরকম কিছু নির্দিষ্ট এলাকায় জলজটের সমস্যা স্থায়ী হলেও সমাধানের উদ্যোগ নেই। এর মধ্যে বেশ কিছু জায়গায় রাস্তা খুঁড়ে রাখায় জলজটের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে রাজধানীর কমলাপুর-টিটিপাড়া এলাকার রাস্তা। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এ রাস্তায় এখনই চলার অবস্থা নেই, বর্ষায় পানি জমলে বিভীষিকাময় পরিণতি ভোগ করতে হবে এলাকাবাসীকে। ভাটারা এলাকার নতুন বাজার থেকে ছোলমাইদ ছাপরা মসজিদ পর্যন্ত সড়ক খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। বর্ষার আগে এগুলো ঠিক না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষায় জলজটে রাজধানীবাসীর তিক্ত অভিজ্ঞতার স্থায়ী সমাধানে সমন্বিত সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। কাটা-খোঁড়ার কাজগুলো শুষ্ক মৌসুমে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। সব খাল উদ্ধার ও সংস্কার এবং সময়মতো সব নর্দমা যথাযথভাবে পরিষ্কার করা থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমবে। কাজটা নিষ্ঠার সঙ্গে করাই দুই সিটি করপোরেশনের কর্তব্য।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
শঙ্কা জলজটের
প্রয়োজন সমন্বিত পদক্ষেপ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর