বর্ষায় জলজট রাজধানীর চেনাচিত্র, অপ্রিয় হলেও অনিবার্য দুর্ভোগ। এর মধ্যে নানা কারণে বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে কাজ শেষ না করায় সেবা সংস্থাগুলো নতুন বিপদ ডেকে আনছে; যা এরা ফি বছরই করে থাকে। এতে আসন্ন বর্ষায় অধিক জলজট এবং আরও বেশি জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে দুই সিটি করপোরেশন বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দিতে রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো উদ্ধারে জোর দিচ্ছে। দুই সিটিতে ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। একে বলা হচ্ছে, ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের চারটি এবং দক্ষিণের দুটি খাল রয়েছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোর সংস্কার করা হবে। খাল-ড্রেন পরিষ্কার থাকলে স্বভাবতই জলজটের কবল থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। ঢাকার ভৌত-অবকঠামো সুপরিকল্পিত নয়। তার মাশুল দিতে হচ্ছে নানাভাবে। ফি বছর ঠেকে-ভুগে লক্ষ করা যায়- টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর, শান্তিনগর, আদাবর, বিমানবন্দর সড়কে জলজটে মহাভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এরকম কিছু নির্দিষ্ট এলাকায় জলজটের সমস্যা স্থায়ী হলেও সমাধানের উদ্যোগ নেই। এর মধ্যে বেশ কিছু জায়গায় রাস্তা খুঁড়ে রাখায় জলজটের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে রাজধানীর কমলাপুর-টিটিপাড়া এলাকার রাস্তা। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এ রাস্তায় এখনই চলার অবস্থা নেই, বর্ষায় পানি জমলে বিভীষিকাময় পরিণতি ভোগ করতে হবে এলাকাবাসীকে। ভাটারা এলাকার নতুন বাজার থেকে ছোলমাইদ ছাপরা মসজিদ পর্যন্ত সড়ক খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। বর্ষার আগে এগুলো ঠিক না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষায় জলজটে রাজধানীবাসীর তিক্ত অভিজ্ঞতার স্থায়ী সমাধানে সমন্বিত সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। কাটা-খোঁড়ার কাজগুলো শুষ্ক মৌসুমে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। সব খাল উদ্ধার ও সংস্কার এবং সময়মতো সব নর্দমা যথাযথভাবে পরিষ্কার করা থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমবে। কাজটা নিষ্ঠার সঙ্গে করাই দুই সিটি করপোরেশনের কর্তব্য।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
শঙ্কা জলজটের
প্রয়োজন সমন্বিত পদক্ষেপ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর