বর্ষায় জলজট রাজধানীর চেনাচিত্র, অপ্রিয় হলেও অনিবার্য দুর্ভোগ। এর মধ্যে নানা কারণে বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে কাজ শেষ না করায় সেবা সংস্থাগুলো নতুন বিপদ ডেকে আনছে; যা এরা ফি বছরই করে থাকে। এতে আসন্ন বর্ষায় অধিক জলজট এবং আরও বেশি জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে দুই সিটি করপোরেশন বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দিতে রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো উদ্ধারে জোর দিচ্ছে। দুই সিটিতে ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। একে বলা হচ্ছে, ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের চারটি এবং দক্ষিণের দুটি খাল রয়েছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোর সংস্কার করা হবে। খাল-ড্রেন পরিষ্কার থাকলে স্বভাবতই জলজটের কবল থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। ঢাকার ভৌত-অবকঠামো সুপরিকল্পিত নয়। তার মাশুল দিতে হচ্ছে নানাভাবে। ফি বছর ঠেকে-ভুগে লক্ষ করা যায়- টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর, শান্তিনগর, আদাবর, বিমানবন্দর সড়কে জলজটে মহাভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এরকম কিছু নির্দিষ্ট এলাকায় জলজটের সমস্যা স্থায়ী হলেও সমাধানের উদ্যোগ নেই। এর মধ্যে বেশ কিছু জায়গায় রাস্তা খুঁড়ে রাখায় জলজটের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে রাজধানীর কমলাপুর-টিটিপাড়া এলাকার রাস্তা। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এ রাস্তায় এখনই চলার অবস্থা নেই, বর্ষায় পানি জমলে বিভীষিকাময় পরিণতি ভোগ করতে হবে এলাকাবাসীকে। ভাটারা এলাকার নতুন বাজার থেকে ছোলমাইদ ছাপরা মসজিদ পর্যন্ত সড়ক খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। বর্ষার আগে এগুলো ঠিক না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষায় জলজটে রাজধানীবাসীর তিক্ত অভিজ্ঞতার স্থায়ী সমাধানে সমন্বিত সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। কাটা-খোঁড়ার কাজগুলো শুষ্ক মৌসুমে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। সব খাল উদ্ধার ও সংস্কার এবং সময়মতো সব নর্দমা যথাযথভাবে পরিষ্কার করা থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমবে। কাজটা নিষ্ঠার সঙ্গে করাই দুই সিটি করপোরেশনের কর্তব্য।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
শঙ্কা জলজটের
প্রয়োজন সমন্বিত পদক্ষেপ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর