বর্ষায় জলজট রাজধানীর চেনাচিত্র, অপ্রিয় হলেও অনিবার্য দুর্ভোগ। এর মধ্যে নানা কারণে বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে কাজ শেষ না করায় সেবা সংস্থাগুলো নতুন বিপদ ডেকে আনছে; যা এরা ফি বছরই করে থাকে। এতে আসন্ন বর্ষায় অধিক জলজট এবং আরও বেশি জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে দুই সিটি করপোরেশন বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দিতে রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো উদ্ধারে জোর দিচ্ছে। দুই সিটিতে ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। একে বলা হচ্ছে, ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের চারটি এবং দক্ষিণের দুটি খাল রয়েছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোর সংস্কার করা হবে। খাল-ড্রেন পরিষ্কার থাকলে স্বভাবতই জলজটের কবল থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। ঢাকার ভৌত-অবকঠামো সুপরিকল্পিত নয়। তার মাশুল দিতে হচ্ছে নানাভাবে। ফি বছর ঠেকে-ভুগে লক্ষ করা যায়- টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর, শান্তিনগর, আদাবর, বিমানবন্দর সড়কে জলজটে মহাভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এরকম কিছু নির্দিষ্ট এলাকায় জলজটের সমস্যা স্থায়ী হলেও সমাধানের উদ্যোগ নেই। এর মধ্যে বেশ কিছু জায়গায় রাস্তা খুঁড়ে রাখায় জলজটের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে রাজধানীর কমলাপুর-টিটিপাড়া এলাকার রাস্তা। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এ রাস্তায় এখনই চলার অবস্থা নেই, বর্ষায় পানি জমলে বিভীষিকাময় পরিণতি ভোগ করতে হবে এলাকাবাসীকে। ভাটারা এলাকার নতুন বাজার থেকে ছোলমাইদ ছাপরা মসজিদ পর্যন্ত সড়ক খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। বর্ষার আগে এগুলো ঠিক না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষায় জলজটে রাজধানীবাসীর তিক্ত অভিজ্ঞতার স্থায়ী সমাধানে সমন্বিত সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। কাটা-খোঁড়ার কাজগুলো শুষ্ক মৌসুমে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। সব খাল উদ্ধার ও সংস্কার এবং সময়মতো সব নর্দমা যথাযথভাবে পরিষ্কার করা থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমবে। কাজটা নিষ্ঠার সঙ্গে করাই দুই সিটি করপোরেশনের কর্তব্য।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা