বর্ষায় জলজট রাজধানীর চেনাচিত্র, অপ্রিয় হলেও অনিবার্য দুর্ভোগ। এর মধ্যে নানা কারণে বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে কাজ শেষ না করায় সেবা সংস্থাগুলো নতুন বিপদ ডেকে আনছে; যা এরা ফি বছরই করে থাকে। এতে আসন্ন বর্ষায় অধিক জলজট এবং আরও বেশি জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে দুই সিটি করপোরেশন বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথ করে দিতে রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো উদ্ধারে জোর দিচ্ছে। দুই সিটিতে ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। একে বলা হচ্ছে, ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের চারটি এবং দক্ষিণের দুটি খাল রয়েছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোর সংস্কার করা হবে। খাল-ড্রেন পরিষ্কার থাকলে স্বভাবতই জলজটের কবল থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। ঢাকার ভৌত-অবকঠামো সুপরিকল্পিত নয়। তার মাশুল দিতে হচ্ছে নানাভাবে। ফি বছর ঠেকে-ভুগে লক্ষ করা যায়- টানা বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর, শান্তিনগর, আদাবর, বিমানবন্দর সড়কে জলজটে মহাভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এরকম কিছু নির্দিষ্ট এলাকায় জলজটের সমস্যা স্থায়ী হলেও সমাধানের উদ্যোগ নেই। এর মধ্যে বেশ কিছু জায়গায় রাস্তা খুঁড়ে রাখায় জলজটের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে রাজধানীর কমলাপুর-টিটিপাড়া এলাকার রাস্তা। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এ রাস্তায় এখনই চলার অবস্থা নেই, বর্ষায় পানি জমলে বিভীষিকাময় পরিণতি ভোগ করতে হবে এলাকাবাসীকে। ভাটারা এলাকার নতুন বাজার থেকে ছোলমাইদ ছাপরা মসজিদ পর্যন্ত সড়ক খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। বর্ষার আগে এগুলো ঠিক না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষায় জলজটে রাজধানীবাসীর তিক্ত অভিজ্ঞতার স্থায়ী সমাধানে সমন্বিত সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। কাটা-খোঁড়ার কাজগুলো শুষ্ক মৌসুমে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। সব খাল উদ্ধার ও সংস্কার এবং সময়মতো সব নর্দমা যথাযথভাবে পরিষ্কার করা থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমবে। কাজটা নিষ্ঠার সঙ্গে করাই দুই সিটি করপোরেশনের কর্তব্য।
শিরোনাম
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
শঙ্কা জলজটের
প্রয়োজন সমন্বিত পদক্ষেপ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর