বজ্রপাতের সময় সচেতনভাবে কিছু সাবধানতা অবলম্বন করলে তা জীবন রক্ষায় সহায়ক হতে পারে-
► পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। ঘনঘন বজ্রপাত হতে থাকলে খোলা, উঁচু জায়গায় যাবেন না।
► উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে যতটা সম্ভব দূরে থাকুন। দ্রুত পাকা ছাউনির নিচে আশ্রয় নিতে চেষ্টা করুন।
► ঘরে থাকলে জানালা বন্ধ রাখুন এবং জানালা থেকে দূরে থাকুন।
► ধাতব বস্তু এড়িয়ে চলুন। ঝড়-বজ্রের সময় ঘরের ধাতব কল, সিঁড়ির রেলিং, পানির পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
► বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা বিপজ্জনক। এ ক্ষেত্রে রাবারের গামবুট তুলনামূলক নিরাপদ।
বজ্রপাত এক ভয়ানক ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ। একে প্রতিরোধের কোনো উপায় আজও আবিষ্কার হয়নি। ফলে শুধু সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে বজ্রপাতের থাবা থেকে প্রাণহানি কমানো সম্ভব।