জুলাই গণ অভ্যুত্থানের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ব্যবসাবাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। রাজনৈতিক প্রতিহিংসা, শ্রমিক বিক্ষোভের ভাঙচুর-নাশকতায় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এসব সমস্যায় আছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। অনেক বড় ব্যবসায়ীর ব্যাংক হিসাব জব্দ। বিশৃঙ্খল জনতা অনেক ব্যবসায়ীর বাড়িঘর কোম্পানিতে হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। এখানেই শেষ নয়, গায়েবি মামলার সংস্কৃতি দেশের গোটা ব্যবসায়িক পরিবেশ গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সামান্য যোগসূত্র বা সংশ্রব না থাকা সত্ত্বেও এক-একটা হত্যা মামলায় এক-দুই শ আসামির মধ্যে এক বা একাধিক ব্যবসায়ী উদ্যোক্তাকেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এতে তাঁদের মোটা অঙ্কের অর্থদণ্ড ছাড়াও চরম অশান্তি ও হয়রানি ভোগ করতে হচ্ছে। যেন অঘোষিত কোনো যুদ্ধের ময়দানে এসে পড়েছেন তাঁরা। ব্যবসায়ীদেরও যদি মনগড়াভাবে খুনের মামলায় ফাঁসানো হয়, তাঁরা কাজ করবেন কীভাবে? উদ্ভূত পরিস্থিতিতে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং নতুন কর্মক্ষেত্র সৃষ্টি না হওয়ায় বেকারত্ব বাড়ছে। কয়েক মাসের মধ্যেই অনেক টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদেশি কোম্পানির প্রতি বেশি মনোযোগ দেওয়ায়, দেশীয় শিল্প প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হচ্ছে। যারা দেশে শত-সহস্র কোটি টাকা বিনিয়োগ করে বিভিন্ন শিল্প-কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন, লাখো মানুষের কাজের সুযোগ সৃষ্টি করেছেন, তাঁদের প্রাপ্য সম্মান-মর্যাদা, সহযোগিতা-প্রণোদনা না দিয়ে বরং চরম অযৌক্তিকভাবে হেনস্তা করা হচ্ছে। এ অন্যায় প্রবণতার আশু অবসান অত্যাবশ্যক। শিল্প-বাণিজ্যের স্থবির অবস্থা দীর্ঘায়িত হলে জাতীয় উৎপাদন ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। আখেরে যা অন্তর্বর্তী সরকারের সার্বিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করবে। ন্যায্যতা এবং মানবিক মর্যাদা পুনরুদ্ধার ছিল জুলাই-বিপ্লবের মূল চেতনা। তা থেকে আমরা যেন বিচ্যুত না হই। এ পরিপ্রেক্ষিতে আশা করি ব্যবসায়ী সমাজের প্রতি স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহলের জুলুম-নির্যাতন-হয়রানির খড়্গ চালানো প্রতিরোধ করে, তাদের প্রতি ইনসাফ নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা