Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৯ অক্টোবর, ২০১৭ ২৩:৪৪

আবার শাবনূর-ফেরদৌস জুটি

শোবিজ প্রতিবেদক

আবার শাবনূর-ফেরদৌস জুটি

শাবনূর-ফেরদৌস জুটির সর্বশেষ ছবি ছিল ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এটি ২০১৩ সালে মুক্তি পায়। আর ছবিটির নির্মাতা ছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবির পর আর কোনো ছবিতে অভিনয় করেননি শাবনূর। স্বামী, সন্তান আর সংসার নিয়ে কখনো ঢাকা কখনোবা অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। বর্তমানে ঢাকাতেই আছেন শাবনূর। মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘এত প্রেম এত মায়া’ ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন তিনি। এই ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী। আর ছবিটিতে তিনি জুটি বাঁধতে যাচ্ছেন ফেরদৌসের সঙ্গে। শাবনূর বলেন, সাংসারিক কারণে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। নভেম্বরে টাঙ্গাইলে এ ছবির দৃশ্য ধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নেব। আমার বিপরীতে ফেরদৌস অভিনয় করবে। আশা করি, কাজটি ভালোভাবে শেষ করতে পারব। শাবনূর বলেন, শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, এবার ছবি পরিচালনারও ইচ্ছা রয়েছে। তবে সবকিছুর জন্য উপযুক্ত সময় প্রয়োজন। অল্প অল্প করে কাজগুলো এগিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বুঝেশুনে নির্মাণে হাত দিতে চাই। শাবনূর ইতিমধ্যে একটি চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। বর্তমানে নিয়মিত জিম করছেন শাবনূর। ওজনও কমিয়েছেন। নতুন রূপে ফিরছেন বড় পর্দায়। এদিকে ফেরদৌসের হাতে এখন দুই বাংলার মিলিয়ে প্রায় এক ডজনের মতো ছবি রয়েছে। এসব ছবির মধ্যে অধিকাংশই মুক্তির জন্য প্রস্তুত বলে জানা গেছে। ফেরদৌস জানান, শাবনূরের সঙ্গে প্রায় অর্ধডজন ছবিতে অভিনয় করেছি। আবারও তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছি বলে ভালো লাগছে। দর্শক এ ছবিতে আমাদের নতুন রূপে দেখতে পাবে।


আপনার মন্তব্য