শাবনূর-ফেরদৌস জুটির সর্বশেষ ছবি ছিল ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এটি ২০১৩ সালে মুক্তি পায়। আর ছবিটির নির্মাতা ছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবির পর আর কোনো ছবিতে অভিনয় করেননি শাবনূর। স্বামী, সন্তান আর সংসার নিয়ে কখনো ঢাকা কখনোবা অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। বর্তমানে ঢাকাতেই আছেন শাবনূর। মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘এত প্রেম এত মায়া’ ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন তিনি। এই ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী। আর ছবিটিতে তিনি জুটি বাঁধতে যাচ্ছেন ফেরদৌসের সঙ্গে। শাবনূর বলেন, সাংসারিক কারণে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। নভেম্বরে টাঙ্গাইলে এ ছবির দৃশ্য ধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নেব। আমার বিপরীতে ফেরদৌস অভিনয় করবে। আশা করি, কাজটি ভালোভাবে শেষ করতে পারব। শাবনূর বলেন, শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, এবার ছবি পরিচালনারও ইচ্ছা রয়েছে। তবে সবকিছুর জন্য উপযুক্ত সময় প্রয়োজন। অল্প অল্প করে কাজগুলো এগিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বুঝেশুনে নির্মাণে হাত দিতে চাই। শাবনূর ইতিমধ্যে একটি চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। বর্তমানে নিয়মিত জিম করছেন শাবনূর। ওজনও কমিয়েছেন। নতুন রূপে ফিরছেন বড় পর্দায়। এদিকে ফেরদৌসের হাতে এখন দুই বাংলার মিলিয়ে প্রায় এক ডজনের মতো ছবি রয়েছে। এসব ছবির মধ্যে অধিকাংশই মুক্তির জন্য প্রস্তুত বলে জানা গেছে। ফেরদৌস জানান, শাবনূরের সঙ্গে প্রায় অর্ধডজন ছবিতে অভিনয় করেছি। আবারও তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছি বলে ভালো লাগছে। দর্শক এ ছবিতে আমাদের নতুন রূপে দেখতে পাবে।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
আবার শাবনূর-ফেরদৌস জুটি
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর