বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুই বাংলার ‘বাজল ঝুমুর তারার নূপুর’

শোবিজ প্রতিবেদক

দুই বাংলার ‘বাজল ঝুমুর তারার নূপুর’

আগামী ১৫ অক্টোবর থেকে নাগরিক টিভিতে শুরু হচ্ছে বাংলাদেশ এবং কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজল ঝুমুর তারার নূপুর’। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ, এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। দুই বাংলার টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে ও উভয় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দুই বাংলার টেলিভিশন দর্শকদের মাঝে তুলে ধরার জন্যই ‘বাজল ঝুমুর তারার নূপুর’। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে নাচের এমন ধরনের অনুষ্ঠান এর আগে হয়নি। নাগরিক টিভিই প্রথম দুই দেশের শিল্পীদের নিয়ে কোনো নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার উদ্যোগ নিল। এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশ এবং ভারত থেকে অংশগ্রহণ করেছেন ছয়জন করে মোট বারোজন তারকা। বাংলাদেশ থেকে অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা এবং সাফা কবির। আর কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি।

এই রিয়েলিটি শোতে প্রতিযোগিতা করেছেন মাহিয়া মাহি, সাদিয়া জাহান প্রভা, জাকিয়া বারী মম, গিতশ্রী, পায়েল এবং ঋতু পর্ণা। প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার নায়িকা শতাব্দী রায়। অতিথি বিচারক হিসেবে যুক্ত মৌসুমী, ফেরদৌস, আঁখি আলমগীর, তৌকীর আহমেদ, সজল, জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র এবং নৃত্যশিল্পী তনুশ্রী শংকর। প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার সৌরভ।

সর্বশেষ খবর