শিরোনাম
বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফিরেছেন চুমকী

শোবিজ প্রতিবেদক

ফিরেছেন চুমকী

অভিনেত্রী ও নাট্যকার নাজনীন হাসান চুমকী কিছু দিন আগে মা-বাবার সঙ্গে সময় কাটাতে চুয়াডাঙ্গা শহরের শহীদ কাশেম রোডে নিজেদের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি আজ থেকে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন। নাটকের নাম ‘সাদমান দ্য রিয়েল হিরো’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন ক্যামেরাম্যান মশিউর রহমান। এতে ছোট্ট মাইশা চরিত্রে অভিনয় করবে মশিউরের কন্যা সুকন্যা রহমান মাইশামণি। নাজনীন চুমকী জানান, ‘নাটকটিতে তিনি হিরোর বোন শায়লা চরিত্রে অভিনয় করছেন। আজ থেকে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের শুটিং শুরু হয়েছে। চুয়াডাঙ্গার দাউদ হোসেন জোয়ার্দ্দার ও নাজমা বানু দম্পতির একমাত্র কন্যা নাজনীন হাসান চুমকী। মা-বাবার কাছ থেকে ফিরে এসে বাবাকে নিয়ে নাজনীন হাসান চুমকী এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। চুমকী লিখেন, ‘কোনো কোনো ব্যক্তি ইহজনমেও পরিবর্তিত হয় না এবং এটাই তাঁদের আত্মঅহংকার। আমার আব্বা তেমনি একজন মানুষ। ভালোবাসে আমাকে, কিন্তু মুখে বলে না আজও বাড়িতে গেলে এক ঘণ্টার ওপরে তাঁর চোখের আড়ালে থাকলে অস্থির বানিয়ে ফেলে মাকে, আমাকে বাড়িতে ফেরানোর জন্য, যে যে খাবার পছন্দ করি, সব একে একে নিয়ে জড়ো করে, মাকে যন্ত্রণা করতে থাকে আমাকে খাওয়ানোর জন্য কোনো কিছুই তাঁর প্রয়োজন পড়ে না, অথচ আমি কিছু দিলে আনন্দে সবাইকে গল্প করে। এখনো বাড়ি থেকে ফেরার টিকিটের টাকা আব্বা দেয়। এবার দিতে পারেনি, কিন্তু আমার ঝিনাইদহ-মেহেরপুর যাতায়াত যেন আরামদায়ক হয়, তাই বিশ্বস্ত চালক এবং পরিষ্কার গাড়ি রেন্ট করে বিল-টা ঠিকই আব্বা-মা দিয়ে দিয়েছে, আমাকে দিতে দেয়নি। আব্বা অনেক দূরের মানুষ মনে হলেও সন্তানের সবচেয়ে বড় শুভাকাক্সক্ষী।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর